• আজ ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

অনু‌ষ্ঠিত হ‌লো বাংলা‌দেশ প্রাক্তন সে‌মিনারীয়ান ফোরাম এর প্রাক-বড়‌দিন উৎসব ২০২৫

| Peoples News ৩:০৩ অপরাহ্ণ | ডিসেম্বর ১৪, ২০২৫ সারাদেশ

 

প্রতিবেদক, কিশোর ডি কস্তা: শ‌নিবার (১৩ ডি‌সেম্বর) প্রাক্তন সে‌মিনারীয়ান ফোরামের সদসস্যরা প‌রিবা‌রের সদস্যদের নি‌য়ে অত্যন্ত আনন্দঘন প‌রি‌বে‌শে হাউ‌জিং সোসাইটির অ‌ডি‌টোরিয়ামে প্রাক বড়দিন অনুষ্ঠানে অংশগ্রহন ক‌রেন।

অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন পরম শ্রদ্ধেয় বিশপ থিও‌টো‌নিয়াস গ‌মেজ সিএস‌সি, বি‌শেষ অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন ফোরামের চ‌্যাপ‌লেইন শ্রদ্ধেয় ফাদার প্রশান্ত টি, রি‌বেরু, বনানী মেজর সে‌মিনারীর প‌রিচালক শ্রদ্ধেয় ফাদার পল গ‌মেজ, হাউ‌জিং সোসাই‌টির সম্মা‌নিত চেয়ারম্যান মি. আগ‌ষ্টিন প্রতাপ গ‌মেজ, ঢাকা ক্রেডি‌টের সম্মা‌নিত সে‌ক্রেটারী মঞ্জু মারীয়া পালমা এবং আ‌রো উপ‌স্থিত ছি‌লেন হাউ‌জিং সোসাই‌টির সম্মা‌নিত ভাইস চেয়ারম্যান মি, ডিউক পি, রোজা‌রিও সহ আরও অনেকে।

অনুষ্ঠা‌নটি সকাল ১০ টায় বি‌শেষ প্রার্থনার মধ্য দি‌য়ে শুরু হয়। এরপর অ‌তি‌থিবৃন্দের বক্তব্য, বড়‌দি‌নের কেক কাটা, কীর্তন পরিবেশন সহ সাংস্কৃ‌তিক অনুষ্ঠান ও দুপুরের খাবার এর মধ্য দি‌য়ে বড়‌দি‌নের আনন্দ সহভা‌গিতা ক‌রেন ফোরামের সদস্যবৃন্দরা।

ফোরামের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকল পরিবারের হাতে বড়দিনের শুভেচ্ছা উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।