• আজ ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত |

৬০ লাখ টাকার অনুদানের ছবিতে শাকিব একাই নিচ্ছেন ৪০ লাখ

| নিউজ রুম এডিটর ৪:৫২ অপরাহ্ণ | অক্টোবর ৫, ২০২১ চলচ্চিত্র, বিনোদন

সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে যে কয়জন অভিনেতা বিনোদন প্রেমীদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তাঁর মধ্যে শাকিব খান অন্যতম। এই পর্যন্ত ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় এসেছেন বহুবার।

নতুন খবর হচ্ছে, ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান সবদিক দিয়েই আছেন প্রথম কাতারে। ব্যবসাসফল ছবি তো বটেই, পারিশ্রমিকেও অন্যদের চেয়ে বেশি নেন এই তারকা। আর সে কারণেই বিগ বাজেটের ছবিকেই প্রধান্য দেন বলে গুঞ্জন আছে।

চলতি বছরের শুরুর দিকে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ‘কম বাজেটে ১০০ সিনেমা’র ঘোষণায় একহাত নিয়েছিলেন ঢালিউড কিং। তিনি মনে করেন, বিগ বাজেটের ভালো ছবি একটি হলেই যথেষ্ট।

গত সপ্তাহে সেই সমালোচনার জবাব দিয়েছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। বলেন, “শাকিব বর্তমানে যে ‘গলুই’ সিনেমার শুট করছেন, সেটার বাজেট মাত্র ৬০ লাখ টাকা। উনি যদি সুপারস্টারই হন, তাহলে ৬০ লাখ টাকা বাজেটের সিনেমা উনি কেন করছেন?”

ইঙ্গিতে শাকিবের ক্যারিয়ার নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। তবে এবার জানা গেল, ‘গলুই’র প্রযোজক খোরশেদ আলম খসরু বড় অংকের টাকাই ঢালছেন। এ কারণে ২০২০-২১ অর্থবছরে ৬০ লাখ টাকার সরকারি অনুদানের ছবি হলেও শাকিব একাই পাচ্ছেন ৪০ লাখ টাকা।

বিষয়টি নিয়ে খোরশেদ আলম খসরু বলেন, ‘পারিশ্রমিকের ব্যাপারটা সম্পর্কসহ অনেক বিষয়ের ওপর নির্ভর করে। আমরা সবকিছু মিলিয়েই সুন্দরভাবে শুটিং করছি। আমাদের সিনেমায় শাকিবকে আমরা ৪০ লাখ টাকা পারিশ্রমিক দিচ্ছি।’

খসরু এর আগে বলেছিলেন, ‘‘অনুদানের ছবি মানেই যে, স্বল্প পরিসরে কাজ শেষ করা- সে ধারণাটা ভাঙতে চাই। অনুদানের সিনেমা বলতে এত দিন যে ধারণা ছিল, আমরা সেটা পরিবর্তন করবো। বেশ বড় বাজেটের সিনেমা হবে ‘গলুই’।’’

পিএন/জেটএস