স্টাফ রিপোর্টারঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে তথ্য অধিকার আইন বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহা পরিচালক (ডিজি) আতিকুল হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ডি.আর.ও বুলবুল আহমেদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোসাঃ আইমির সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মোঃ ওয়াহেদ সালেহ, সমবায় কর্মকর্তা বিন্দু রানী পাল, জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা যুধিষ্ঠির রঞ্জন, ইছাপুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, চিত্রকোট ইউপি চেয়ারম্যান শামসুল হুদা বাবুল, শেখরনগর ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গাজী আলাউদ্দিন, বাসাইল ইউপি চেয়ারম্যান ছাইফুল ইসলাম যুবরাজ, রাজানগর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন হাদী, সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যোবায়ের প্রমূখ।