• আজ ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ |

‘সুন্দরবনে শিকার করা’ পাঁচটি হরিণের চামড়াসহ যুবক আটক

| নিউজ রুম এডিটর ৫:২২ অপরাহ্ণ | জানুয়ারি ২৬, ২০২২ বাগেরহাট, সারাদেশ

বাগেরহাট প্রতিনিধি :‘সুন্দরবনে শিকার করা’ পাঁচটি হরিণের চামড়াসহ এক যুবককে বাগেরহাটের মোংলা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-র‌্যাব।
র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে মোংলা উপজেলার বিদ্যারবাহন এলাকা থেকে মো. আল আমিন নামের ২৪ বছর বয়সী ওই যুবককে হরিণের চামড়াসহ গ্রেপ্তার করেন তারা।

গ্রেপ্তার আল আমিন খুলনার দাকোপ উপজেলার উত্তর বানিশান্তা গ্রামের মো. ফারুক শরীফের ছেলে।র‌্যাব কর্মকর্তা মাহফুজ সাংবাদিকদের বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে’ র‍্যাব-৬ এর একটি দল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকায় অবস্থান নেয়। “মো. আল আমিন ওই এলাকায় পৌঁছলে তার ব্যাগে তল্লাশি চালিয়ে পাঁচটি হরিণের চামড়া পাওয়া যায়।”

মাহফুজ আরোবলেন, “গ্রেপ্তার আল আমিন পাচারকারী দলের সক্রিয় সদস্য। সে চামড়াগুলো বিক্রির উদ্দেশ্যে মোংলা থেকে বাগেরহাটের দিকে যাচ্ছিল।”বেশ কয়েকদিন আগে সুন্দরবন থেকে হরিণগুলো শিকার করা হয়েছে জানিয়ে র‌্যাব কর্মকর্তা মাহফুজ বলেন, “হরিণগুলো সুন্দরবনের কোন এলাকায় শিকার করা হয়েছে, চামড়াগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই চক্রে আর কারা জড়িত, এসব বিষয়ে জানতে আল আমিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”