• আজ ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন |

বাণিজ্য মেলার সময়সীমা বাড়ছে না

| নিউজ রুম এডিটর ৭:০২ অপরাহ্ণ | জানুয়ারি ২৯, ২০২২ জাতীয়, লিড নিউজ

দেশে করোনার বিস্তার দিন দিন বাড়ছেই। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসরের সময়সীমা আর বাড়ানো হচ্ছে না। ফলে আগামী সোমবার (৩১ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনকেন্দ্রে মাসব্যাপী এ মেলার পর্দা নামছে।

মেলার সময়সীমা না বাড়ানো বিষয়ে মেলার আয়োজক রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তারা বলেছেন, মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ী ও গেট ইজারাদার প্রতিষ্ঠান সময় বাড়ানোর জন্য কোনো আনুষ্ঠানিক আবেদন করেনি। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় মেলার সময় বাড়ানোর কোনো নির্দেশনা দেয়নি। সুতরাং, মেলার সময়সীমা বাড়ানো হচ্ছে না।

বিগত বছরগুলোয় অংশগ্রহণকারী ব্যবসায়ীদের আবেদনে মেলার সময় বাড়ানো হত। তবে গত বছর করোনা পরিস্থিতির কারণে এ মেলার আয়োজন করা হয়নি। তবে এ বছর করোনার বাড়ন্ত পরিস্থিতিতেও মেলার আয়োজন অব্যাহত রাখা হয়। যদিও কোভিড পরামর্শক কমিটি মেলা বন্ধ করা নিয়ে সুপারিশ জানিয়েছিল।

মেলার বিষয়ে বাণিজ্য মেলার পরিচালক ও ইপিবির সচিব ইফতেখার আহমেদ গণমাধ্যমকে জানান, আমরা মেলা শেষ করার প্রস্তুতি নিচ্ছি। মেলার সময় বাড়ানো নিয়ে আমাদের কাছে সরকার থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা আসেনি। আর অন্য কেউও সময় বাড়ানোর আবেদন করেনি। তাই মেলা নির্ধারিত সময়েই শেষ হচ্ছে। আমরাও চাচ্ছি মেলার সময় আর না বাড়ুক।