• আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী |

বাণিজ্য মেলার সময়সীমা বাড়ছে না

| নিউজ রুম এডিটর ৭:০২ অপরাহ্ণ | জানুয়ারি ২৯, ২০২২ জাতীয়, লিড নিউজ

দেশে করোনার বিস্তার দিন দিন বাড়ছেই। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসরের সময়সীমা আর বাড়ানো হচ্ছে না। ফলে আগামী সোমবার (৩১ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনকেন্দ্রে মাসব্যাপী এ মেলার পর্দা নামছে।

মেলার সময়সীমা না বাড়ানো বিষয়ে মেলার আয়োজক রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তারা বলেছেন, মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ী ও গেট ইজারাদার প্রতিষ্ঠান সময় বাড়ানোর জন্য কোনো আনুষ্ঠানিক আবেদন করেনি। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় মেলার সময় বাড়ানোর কোনো নির্দেশনা দেয়নি। সুতরাং, মেলার সময়সীমা বাড়ানো হচ্ছে না।

বিগত বছরগুলোয় অংশগ্রহণকারী ব্যবসায়ীদের আবেদনে মেলার সময় বাড়ানো হত। তবে গত বছর করোনা পরিস্থিতির কারণে এ মেলার আয়োজন করা হয়নি। তবে এ বছর করোনার বাড়ন্ত পরিস্থিতিতেও মেলার আয়োজন অব্যাহত রাখা হয়। যদিও কোভিড পরামর্শক কমিটি মেলা বন্ধ করা নিয়ে সুপারিশ জানিয়েছিল।

মেলার বিষয়ে বাণিজ্য মেলার পরিচালক ও ইপিবির সচিব ইফতেখার আহমেদ গণমাধ্যমকে জানান, আমরা মেলা শেষ করার প্রস্তুতি নিচ্ছি। মেলার সময় বাড়ানো নিয়ে আমাদের কাছে সরকার থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা আসেনি। আর অন্য কেউও সময় বাড়ানোর আবেদন করেনি। তাই মেলা নির্ধারিত সময়েই শেষ হচ্ছে। আমরাও চাচ্ছি মেলার সময় আর না বাড়ুক।