ষ্টাফ রিপোর্ট: মসজিদ দায়িত্ব পালনরত ইমাম মুয়াজ্জিনগণের মধ্যে উপহার সরুপ শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার বাদ আছর ‘আজাদ ফাউন্ডেশনের’ উদ্যোগে সুনামগঞ্জের তাহিরপুরে বিভিন্ন এলাকায় মসজিদে দায়িত্বরত শতাধিক ইমাম মুয়াজ্জিনের মধ্যে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়।
উপজেলার বাদাঘাট কলেজ রোডস্থ ফাউন্ডেশনের কার্যালয়ে বাদাঘাট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে ইমাম মুয়াজ্জিনগণের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন।
শীত বস্ত্র বিতরণকালে আজাদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ,ফাউন্ডেশনের অপর প্রতিষ্ঠাতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধার সন্তান শিক্ষক সাংবাদিকের সহধর্মিনী মোসা.মনোয়ারা বেগম,শিহাব সরোয়ার শিপু, তাসনিন সরোয়ার আনিকা, তাহমিন সরোয়ার আদ্রিতা প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও এলাকার প্রবীণ মুসল্লী মো. নবাব আলী শাহ,প্রখ্যাত দ্বীনে আলেম মাওলানা শফি উল্লাহ, মাওলানা তাওহিদুল আলম,মুজিবুর রহমান শাহ সহ এলাকার বিভিন্ন মজিদের ইমাম মুয়াজ্জিনগণ,সুশীল সমাজের লোকজন প্রমুখ উপস্থিত ছিলন।