• আজ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

খালেদার নাতনী জাফিয়া লন্ডন ফিরে গেলেন

| নিউজ রুম এডিটর ১০:০৪ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১২, ২০২২ বাংলাদেশ, বিএনপি, রাজনীতি, লিড নিউজ

খালেদা জিয়ার নাতনী ও প্রয়াত আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

শনিবার সকাল ৭টায় লন্ডনের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন তিনি।

খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় সূত্র জানিয়েছে, শনিবার আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান গুলশান বাসভবন ফিরোজা থেকে সকাল ৬টায় হযরত শাহজালাল বিমানবন্দরে উদ্দেশ্যে রওনা করেন। পরে তিনি সকাল ৭টার দিকে লন্ডনের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।
এর আগে গত রবিবার লন্ডন থেকে ঢাকা এসেছিলেন জাফিয়া রহমান।