• আজ ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 দিল্লিতে সংবাদ সম্মেলন ঘোষণা দিয়ে পিছু হটল আ. লীগ | ‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না’ | রাশিয়ায় বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ | বিমান বিধ্বস্ত ঢাকায় এসেছেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল | ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা : হাসনাত আবদুল্লাহ | বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, গুরুতর ১৩ | যে ১০ দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা | নিজের প্রাণ বিলিয়ে শিক্ষার্থীদের বাঁচানো সেই মাহরিন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি | মাইলস্টোন স্কুলের ঘটনায় ৩১ জন নিহত; ইবিতে গায়েবানা জানাজা | বিমান বিধ্বস্তে নিহতদের জন্য উত্তরার ১২-এ কবরের জায়গা নির্ধারণ |

মালেক আফসারীর বিরুদ্ধে অরুণা বিশ্বাসের জিডি, যা বললেন ওমর সানী

| নিউজ রুম এডিটর ৩:০০ অপরাহ্ণ | মার্চ ১০, ২০২২ বিনোদন, লিড নিউজ

ঢালিউডের জনপ্রিয় পরিচালক মালেক আফসারীর বিরুদ্ধে জিডি করেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। অরুণার এমন কঠোর অবস্থানের প্রশংসা করেছেন অভিনেতা ওমর সানী। ফেসবুকে তিনি লিখেছেন, ‌‘শিল্পীদের নিয়ে যা খুশি বলে যাবেন, এটা হবে না। প্রতিবাদ এভাবেই হোক।

আগাছা টাইপ ইউটিউব চ্যানেলগুলোর দিকে রাষ্ট্রীয়ভাবে দৃষ্টি রাখা উচিত তথ্য মন্ত্রণালয়ের। অরুণা তোমার খুব ভালো উদ্যোগ… দোস্ত। ’
সংবাদমাধ্যমকে ওমর সানী জানান, ‘ইউটিউব কনটেন্টের জন্য জীবনের রংগুলো অতিরঞ্জিত করে শিল্পীদের নিয়ে বাজে মন্তব্য করে ফেলবেন। অরুণা বিশ্বাসকে নিয়ে বললেন।

এটা তো ঠিক না। আমরা ছোটখাটো অপরাধ করতেই পারি। আপনি আমাদের শাসন করেন, মার্জিতভাবে আমাদের বলেন কিন্তু এভাবে পাবলিকের সামনে বিদ্রূপ করে তারকা শিল্পীদের নিয়ে বলবেন কেন?’
উল্লেখ্য, মালেক আফসারীর বিরুদ্ধে কু-ইঙ্গিতপূর্ণভাবে কথা বলে ভিডিও প্রকাশ করার অভিযোগে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। জিডিতে বলা হয়েছে, এক ভিডিওতে অরুণা বিশ্বাসকে ব্যক্তিগত আক্রমণ করেছেন মালেক আফসারী।

ভিডিওতে মালেক আফসারী কু-ইঙ্গিতপূর্ণ এমন কিছু কথা বলেছেন যা অরুণার ব্যক্তিগত ইমেজ এবং পারিবারিক সম্মান নষ্ট করেছে। এ ব্যাপারে একসময়ের জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস বলেন, ‘মালেক আফসারী ভিডিওতে যেসব কথা বলেছেন তা কু-ইঙ্গিতপূর্ণ, এসব আমাকে সামাজিকভাবে সম্মানহানি ঘটিয়েছে। আমি তাকে (মালেক আফসারী) ভিডিওর জন্য ফোন দিলে তিনি ভিডিওটি প্রাইভেট করে দেন। অবশ্য ভিডিওটি আমি রেখেছি। এটি মালেক আফসারীর দুরভিসন্ধিমূলক কোনো চিন্তা থেকে থেকে করা।