• আজ ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নির্বাচনকালীন সরকারে থাকছেন না আসিফ মাহমুদ | যুক্তরাষ্ট্র যাচ্ছেন মোদি, ট্রাম্পের সঙ্গে বৈঠকে জোর চেষ্টা | ভোলাগঞ্জের সাদা পাথর কোথায় গেল? | ‘আজকাল মানুষ অন্যায়ের প্রতিরোধ না করে ভিডিও করতে ব্যস্ত থাকে’ | সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা | ‘জিরো ট্যাক্স রিটার্ন’ দাখিল আইনত দণ্ডনীয়, এনবিআরের সতর্কতা | নির্বাচন ঘিরে প্রধান উপদেষ্টার নতুন নির্দেশনা | সাংবাদিক হত্যায় সিসিটিভির ফুটেজ দেখে স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৫ | হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হলো: ঢাবি উপাচার্য   | চব্বিশের গণঅভ্যুত্থানে শুধুমাত্র রাজধানীতেই গ্রেফতার ৫ হাজার! |

গামছা পরে মাজারে অভিনেতা সমু চৌধুরী?

| নিউজ রুম এডিটর ১০:৫৪ পূর্বাহ্ণ | জুন ১৩, ২০২৫ বিনোদন

 

গামছা পরা অবস্থায় মাজারে শুয়ে আছেন বিখ্যাত চলচ্চিত্র ও নাট্যাভিনেতা সমু চৌধুরী। নাট্যকার সমু চৌধুরীকে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার একটি মাজারে গামছা পরা অবস্থায় দেখা গেছে। ইতোমধ্যে এমন কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার মুখী শাহ্ মিসকিন মাজারের পাশে গাব গাছের নিচে শুয়ে থাকতে দেখা যায়। স্থানীয় মামুন নামে এক যু্বক প্রথমে সমু চৌধুরীর ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন এবং তিনি বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।

বিষয়টি নিশ্চিত করে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বৃহস্পতিবার বিকেলে এনটিভিকে বলেন, সমু চৌধুরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসার জন্য ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। কিন্তু তিনি কোন ভাবেই আসবেন না। তার স্বজনরা ঢাকা থেকে রওনা দিয়েছেন। তারা এলে ওখান থেকেই তাকে নিয়ে যাবেন।

ওসি আরও বলেন, সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। সে কারণেই তিনি হয়েতো কোন না কোনোভাবে চলে এসেছেন।

এদিকে সমু চৌধুরীকে এমন অবস্থায় দেখতে পেয়ে ভিড় জমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিকেল গাড়িয়ে সন্ধ্যা হলে পুলিশের অনুরোধেও থানায় যাননি সমু চৌধুরী। সন্ধ্যার পর লোকজন আরও বাড়তে থাকে। এমতাবস্থায় পুলিশের পাশাপাশি মাজার প্রাঙ্গণে সেনাবাহিনী অবস্থান নেয়। এ সময় সমু চৌধুরী সবার সঙ্গে বলতে থাকেন, তিনি সুস্থ আছেন। সারারাত মাজারে ধ্যানে ছিলেন। বৃহস্পতিবার ভোরে একা একা হাঁটতে হাঁটতে পাশ দিয়ে বয়ে চলা ব্রক্ষপুত্র নদে গোসল করেছেন। গোসল করে গামছা পরে গাছতলায় শুয়ে ছিলেন। এর মধ্যে কে বা কারা ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয়।

এরই মধ্যে সমু চৌধুরীর সঙ্গে দেখা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন.এম. আবদুল্লাহ- আল-মামুন। সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন কি না; তা জানতে চলে আসেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন। দিনব্যাপী আলোচনায় থাকা সমু চৌধুরীর বিষয়ে রাতে চিকিৎসক জানিয়ে দেন জনপ্রিয় এই অভিনেতা শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন।

নব্বই দশকে টেলিভিশন নাটকে দর্শক মাতিয়েছিলেন এই মঞ্চ অভিনেতা। মাঝে অভিনয় ছেড়ে গ্রামের বাড়ি যশোরে চলে গিয়েছিলেন। পরে শিল্পী ঐক্য জোটের মাধ্যমে আবারও অভিনয়ে ফিরে আসেন।