• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  |

সিলেটে হাওর থেকে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

| নিউজ রুম এডিটর ১২:৫৫ অপরাহ্ণ | মার্চ ১৩, ২০২২ সারাদেশ, সিলেট

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জের হাওর থেকে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১২ মার্চ) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার বটেরটল হাওরে বোরোর আবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এ সময় ব্যাগ হাতে মাঠে যান এক ব্যক্তি। বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মী পরিচয় দিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি।

কৃষকদের সঙ্গে জমিতে পানিসেচ, ফলনসহ বিভিন্ন বিষয়ে কথা বলার একপর্যায়ে হাওরে কাজ করা হাবিবুর রহমান ওরফে গেদা (৪২) নামের এক ব্যক্তির পাশে গিয়ে তাঁকে জাপটে ধরেন ওই ব্যক্তি। এ সময় হাবিবুর রহমান পালানোর চেষ্টা করেও বিফল হন।

হঠাৎ এমন কাণ্ড দেখে আশপাশে থাকা কৃষকেরা বিস্মিত হয়ে যান। তবে পরে জানতে পারেন, এনজিও কর্মী পরিচয়ে আসা ব্যক্তি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজীব রায়। শনিবার (১২ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে বটেরটল হাওরে এ ঘটনা ঘটে।

সিলেট জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হাবিবুর রহমান পৃথক ডাকাতি ও অস্ত্র মামলার প্রতিটিতে ১০ বছর করে সাজাপ্রাপ্ত। ২০২১ সালে তাঁর বিরুদ্ধে ওই দুই মামলার রায় হয়। এর আগে থেকেই পলাতক হাবিবুর রহমান। হাবিবুর বটেরটল গ্রামেরই বাসিন্দা।

হাবিবুরের বিরুদ্ধে সম্প্রতি কোম্পানীগঞ্জ থানায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পুলিশ তাঁকে খুঁজে বের তাঁকে খুঁজে বের করতে তৎপর হয়। একপর্যায়ে হাওরে কৃষিকাজ করার কথা জানতে পারে পুলিশ। তাকে গ্রেফতারের প্রস্তুতি নেয়।