• আজ ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ‘আ.লীগ ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে’ | মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ১৭ নভেম্বর | ঐকমত্যের বাইরে কিছু চাপিয়ে দিলে সব দায় সরকারকে নিতে হবে: ফখরুল | ১৩ নভেম্বর ঘিরে সতর্ক সরকার, সন্ত্রাসীদের কোনো ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা | ১০ নভেম্বর শেষ হচ্ছে ভোটার এলাকা পরিবর্তনের সময়, আবেদন যেভাবে | রাজধানীতে গির্জায় ককটেল হামলা | ইসি শতভাগ প্রস্তুত, ফেব্রুয়ারির প্রথমভাগেই নির্বাচন সম্ভব | শেরপুরের ৩টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা | সালমান শাহ হত্যা মামলার আসামি কে এই আজিজ মোহাম্মদ ভাই? | জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ ঐকমত্য কমিশনের |

বরিশাল শিক্ষা বোর্ডে ১১ পরীক্ষার্থীর ফল পরিবর্তন

বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি’র উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ১১ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

রবিবার এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করে বরিশাল শিক্ষা বোর্ড। ১১ পরীক্ষার্থীর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৩ জন, নতুন জিপিএ-৫ পেয়েছেন ২ জন এবং ফলাফল উন্নীত হয়েছে ৬ জনের। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন এই তথ্য নিশ্চিত করেছেন।

বোর্ড সূত্র জানায়, করোনার কারণে ২০২১ সালের এইচএসসি ও সমমানের সকল বিভাগের ৩টি নির্ধারিত বিষয়ে পরীক্ষা নেয়া হয়। কাংখিত ফলাফল না পেয়ে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের জন্য ১ হাজার ৬শ’ ৩ জন পরীক্ষার্থী আবেদন করেন।

২০২১ সালের এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ড থেকে ৬৬ হাজার ৭৯৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেন ৬৩ হাজার ৯শ’ ৬৪ জন। পাশের হার ছিল ৯৫.৭৬। পাস করা পরীক্ষার্থীদের মধ্যে ছেলে পরীক্ষার্থী ছিল ৩০ হাজার ২শ’ ৮৯ জন এবং মেয়ে পরীক্ষার্থী ছিল ৩৩ হাজার ৬শ’ ৭৫ জন।