• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

বরিশাল শিক্ষা বোর্ডে ১১ পরীক্ষার্থীর ফল পরিবর্তন

বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি’র উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ১১ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

রবিবার এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করে বরিশাল শিক্ষা বোর্ড। ১১ পরীক্ষার্থীর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৩ জন, নতুন জিপিএ-৫ পেয়েছেন ২ জন এবং ফলাফল উন্নীত হয়েছে ৬ জনের। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন এই তথ্য নিশ্চিত করেছেন।

বোর্ড সূত্র জানায়, করোনার কারণে ২০২১ সালের এইচএসসি ও সমমানের সকল বিভাগের ৩টি নির্ধারিত বিষয়ে পরীক্ষা নেয়া হয়। কাংখিত ফলাফল না পেয়ে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের জন্য ১ হাজার ৬শ’ ৩ জন পরীক্ষার্থী আবেদন করেন।

২০২১ সালের এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ড থেকে ৬৬ হাজার ৭৯৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেন ৬৩ হাজার ৯শ’ ৬৪ জন। পাশের হার ছিল ৯৫.৭৬। পাস করা পরীক্ষার্থীদের মধ্যে ছেলে পরীক্ষার্থী ছিল ৩০ হাজার ২শ’ ৮৯ জন এবং মেয়ে পরীক্ষার্থী ছিল ৩৩ হাজার ৬শ’ ৭৫ জন।