• আজ ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন |

‘আমাদের শেষ সেনা বেঁচে থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাব’

| নিউজ রুম এডিটর ১:৫৬ অপরাহ্ণ | মার্চ ২১, ২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

মারিওপোলের মেয়রের উপদেষ্টা পিয়োত্র আন্দ্রুশেঙ্কো বলেছেন, মস্কোর মানবিক প্রতিশ্রুতি বিশ্বাস করা যায় না। আমরা আমাদের শহরকে রক্ষা করা থেকে পিছপা হব না। আমাদের শেষ সেনা বেঁচে থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাব।

রোববার ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে তিনি এসব কথা বলেন।

পিয়োত্র আন্দ্রুশেঙ্কো অভিযোগ, রুশ বাহিনী জোর করে মারিওপোলের কিছু বাসিন্দাকে রাশিয়ায় উঠিয়ে নিয়ে গেছে। তবে তিনি কিংবা মারিওপোলের অন্য কর্মকর্তারা এ অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

তিনি বলেন, ‘যখন রুশ বাহিনী মানবিক করিডোরের কথা বলে, তখন তারা কী করে আসলে? তারা আমাদের জনগণকে রাশিয়ায় যেতে বাধ্য করে।’

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার মারিওপোলের কর্তৃপক্ষকে এবং ইউক্রেনীয় সেনাবাহিনীকে আত্মসমর্পণ করতে রাশিয়া যে প্রস্তাব দিয়েছিল, তা প্রত্যাখ্যান করেছে ইউক্রেন।

সোমবার ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেন, ‘আত্মসমর্পণের প্রশ্নই আসে না। আমরা ইতোমধ্যে রাশিয়াকে এ বিষয়ে জানিয়ে দিয়েছি।’ স্থানীয় গণমাধ্যম ইউক্রেনস্কা প্রাভদার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে মারিওপোলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে রুশ বাহিনী। ভারি বোমা হামলা করা হয়েছে এই শহরে। প্রায় চার লাখ বাসিন্দার এই শহরে অনেক মানুষ আটকা পড়ে আছে। খাবার ও পানির সংকট দেখা দিয়েছে।