• আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 টানা ৫ম দিন ডিএসসিসি নগর ভবনের সামনে ইশরাকের সমর্থকরা | তৃতীয় দিনেও অনড় জবি শিক্ষক-শিক্ষার্থীরা, জুমার পর আবারও উত্তাল কাকরাইল | ঢাকায় নিরাপদে অবতরণ করল চাকা খুলে যাওয়া বিমান, রানওয়ে বন্ধ | পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় |

মেয়াদ শেষ হলেই পৌরসভায় প্রশাসক নিয়োগ, সংসদে বিল পাস

| নিউজ রুম এডিটর ৮:৫৪ অপরাহ্ণ | মার্চ ৩১, ২০২২ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগের বিধান রেখে জাতীয় সংসদে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল উত্থাপিত হাওয়ায় সংসদে ক্ষোভ দেখিয়েছেন বিএনপির সংসদ সদস্যসহ কয়েকজন সংসদ সদস্য।

তবে তাদের বিরোধিতা সত্ত্বেও পৌর মেয়রের মেয়াদ শেষে প্রশাসক নিয়োগের বিধান রেখেই পৌরসভা সংশোধন বিল ২০২২ জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) এই বিল কণ্ঠভোটে পাস হলে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ ওয়াকআউট করেন।

আলোচনায় অংশ নিয়ে হারুনুর রশীদ প্রশাসক নিয়োগের কারণ জানতে চান। আলোচনায় তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো ক্যানসারে আক্রান্ত। ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার এক-তৃতীয়াংশ প্রতিনিধি বিনা ভোটে নির্বাচিত হয়েছে।

এর আগেই তিনি জাতীয় সংসদে বলেন, এই বিল পাস হলে তিনি ওয়াক আউট করবেন। পরে কথা অনুযায়ী বিলটি পাসের সময় তিনি সংসদকক্ষ থেকে ওয়াকআউট করেন। তবে কিছু সময় পর তিনি সংসদ কক্ষে আবার ফিরে আসেন।

অন্যদিকে, জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচিত প্রতিনিধির স্থানে অনির্বাচিত কেউ বসতে পারে না। তবে হারুনের ওয়াকআউটকে ‘স্ট্যান্টবাজি’ আখ্যা দিয়ে আইনমন্ত্রী বলেন, হারুন আইনটি পুরোপুরি পড়েননি।