স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগের বিধান রেখে জাতীয় সংসদে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল উত্থাপিত হাওয়ায় সংসদে ক্ষোভ দেখিয়েছেন বিএনপির সংসদ সদস্যসহ কয়েকজন সংসদ সদস্য।
তবে তাদের বিরোধিতা সত্ত্বেও পৌর মেয়রের মেয়াদ শেষে প্রশাসক নিয়োগের বিধান রেখেই পৌরসভা সংশোধন বিল ২০২২ জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) এই বিল কণ্ঠভোটে পাস হলে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ ওয়াকআউট করেন।
আলোচনায় অংশ নিয়ে হারুনুর রশীদ প্রশাসক নিয়োগের কারণ জানতে চান। আলোচনায় তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো ক্যানসারে আক্রান্ত। ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার এক-তৃতীয়াংশ প্রতিনিধি বিনা ভোটে নির্বাচিত হয়েছে।
এর আগেই তিনি জাতীয় সংসদে বলেন, এই বিল পাস হলে তিনি ওয়াক আউট করবেন। পরে কথা অনুযায়ী বিলটি পাসের সময় তিনি সংসদকক্ষ থেকে ওয়াকআউট করেন। তবে কিছু সময় পর তিনি সংসদ কক্ষে আবার ফিরে আসেন।
অন্যদিকে, জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচিত প্রতিনিধির স্থানে অনির্বাচিত কেউ বসতে পারে না। তবে হারুনের ওয়াকআউটকে ‘স্ট্যান্টবাজি’ আখ্যা দিয়ে আইনমন্ত্রী বলেন, হারুন আইনটি পুরোপুরি পড়েননি।