• আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে জমির বিরোধ নিয়ে সংঘর্ষে নিহত-১

| নিউজ রুম এডিটর ৫:০২ অপরাহ্ণ | এপ্রিল ৯, ২০২২ সিলেট

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে জমির বিরোধ নিয়ে সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সিলেট সদর উপজেলায় শনিবার (৯ এপ্রিল) সকালে জমি সংক্রান্ত বিরোধে খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাহেবের বাজার ঘোড়ামারা গ্রামের দুটি পক্ষ রক্ষক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের আঘাতে সাহেবের বাজারের পল্লী চিকিৎসক ডাঃ নিজাম উদ্দিন (৪০) ঘটনাস্থলে নিহত হন। আহত হন কমপক্ষে ২০ জন। নিহত নিজাম উদ্দিন ঘোড়ামারা গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে।

আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে । তবে তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মাঈনূল জাকির ঘটনার সত্যতা স্বীকার করে আমাদের প্রতিবেদককে বলেন, জমি সংক্রান্ত বিরোধে দুটি পক্ষের মধ্যে সংর্ঘষ হয় এতে নিজাম উদ্দিন নামের এক পল্লী চিকিৎসক নিহত হন। আমরা ঘটনাস্থলে আছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।