• আজ ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মেয়ের হাতের ধাক্কায় বৃদ্ধ বাবার মৃত্যু।

| নিউজ রুম এডিটর ৮:০০ অপরাহ্ণ | এপ্রিল ১৩, ২০২২ সারাদেশ

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃচুয়াডাঙ্গা জীবননগরে মেয়ের হাতের ধাক্কায় বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জীবননগর পৌরসভার ৪নং ওয়ার্ডের মহানগর উত্তর পাড়ায়। এ ঘটনার পর অভিযুক্ত মেয়েকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, মঙ্গলবার (১৩ এপ্রিল) ইফতারের পর অর্থাৎ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শহরের মহানগর উত্তর পাড়ায় বৃদ্ধ নুরুল হক ব্যাপারীর মেয়ে নাসরিন আক্তার (৩৫) জমিজমা নিয়ে তার মা শাহিদা বেগমের সঙ্গে ঝগড়া বাঁধায়। এ সময় অসুস্থ নুরুল ইসলাম ব্যাপারী থামাতে চেষ্টা করে। এক পর্যায়ে নাসরিন আক্তার তার বাবাকে ধাক্কা দেয়। এতে মাটিতে পড়ে যান তিনি। এরপর তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে পুলিশ লাশ থানা হেফাজতে নেয় । মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযুক্ত মেয়ে নাসরিন আক্তারকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

ওসি আরও জানান, বৃদ্ধ নুরুল ইসলাম ব্যাপারী (৭০) হার্ট স্ট্রোকের রোগী ছিলেন। এক সময় চুড়িমালা ফেরি করতেন তিনি। তার দু’মেয়ে। নাসরিন আক্তার ও ফাতেমা। জমিজমা নিয়ে প্রায়ই মা-মেয়ে ঝগড়া হতো। দণ্ডবিধির ৩০৪ ধারার মধ্যে পড়ে অর্থাৎ সরাসরি হত্যা নয় তবে অপরাধজনক নরহত্যা