• আজ ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ |

হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিল বিজিবি

| নিউজ রুম এডিটর ৭:১০ অপরাহ্ণ | এপ্রিল ১৪, ২০২২ লিড নিউজ

মোঃ আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি।। পহেলা বৈশাখ উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী (বিএসএফ)কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে হিলি সীমান্তের চেকপোস্টর শূন্য রেখায় বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার মোকলেছুর রহমান ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার বাল কিশান এর হাতে মিষ্টি উপহার দিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। পরে তারা দুইবাহিনীর পক্ষে একে অপরের সহিত কুশল বিনিময় করেন। এ সময় দুই বাহিনীর সৈনিকগন উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার মোকলেছুর রহমান জানান, সীমান্তে সোহার্দ-সম্প্রতি, ভ্রাতত্ববোধ বজায় রেখে বিজিবি ও বিএসএফ তাদের অর্পিত দায়িত্ব পালন করতে পারে ও দুইবাহিনীর মধ্যে বিরাজমান সুসম্পর্ক যেন আরো জোরদার হয় এলক্ষে দুইদেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে। দীর্ঘদিন ধরেই হিলি সীমান্তে এ ধরনের রেওয়াজ চলে আসছে বলে জানান বিজিবি।