• আজ ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 প্রধান উপদেষ্টার বক্তব্যকে কেন্দ্র করে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ | প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ | নেতানিয়াহুর বিরুদ্ধে গণ-বিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর | অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর | গাজায় দীর্ঘ হচ্ছে লাশের সারি, নিহত ২০০ ছাড়ালো | মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ নিয়ে প্রশ্ন, যা বললেন মুখপাত্র | দেড় ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার, মেট্রোরেলের টিকিট ব্যবস্থা চালু | গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক |

উন্নয়নের প্রভাবে যানজট হচ্ছে, সহ্য করতে হবে: মন্ত্রী

| নিউজ রুম এডিটর ৭:৫৮ অপরাহ্ণ | এপ্রিল ১৯, ২০২২ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

উন্নয়নের প্রভাবে সড়কে যানজট হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। সবাইকে একটু সহ্য করতে বলেছেন মন্ত্রী। জাতীয় অর্থনেতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশে এত যানজট, ভিড়- সবই শেখ হাসিনা সরকারের উন্নয়নের বহিঃপ্রকাশ। আপাতত এটা সহ্য করতে হবে।’

তিনি বলেন, ‘৪০ বছর আগে আমি তখন চট্টগ্রামের ডিসি। রাস্তা সরু, ২টা ব্রিজ পার হতে হতো। সেখানে যেতে ঢাকা থেকে সময় লাগত ৪ ঘণ্টা। এখন ব্রিজ নেই, চওড়া রাস্তা, তাও অনেক সময় লাগে।’

মন্ত্রী বলেন, ‘এর কারণ কী? এত বেশি গাড়ি রাস্তায় উঠছে, কারণ প্রবৃদ্ধি। শেখ হাসিনার সরকারের উন্নয়ন প্রকাশ পাচ্ছে হাটে, মাঠে, চলাচলে, খাবারে, বাজারে, এক্সচেঞ্জ রেটে।

মান্নান বলেন, শেখ হাসিনা সরকার ব্যাপক উন্নয়ন করছে। ফলে এর প্রভার সারা দেশে পড়ছে। গাড়িঘোড়া প্রবৃদ্ধি হচ্ছে। ফলে যানজট হচ্ছে। উন্নয়নের প্রভাব দামে, মানে এবং বাজারেসহ সব জায়গায় ছড়িয়ে পড়ছে। একটু সহ্য করতে হবে। মেট্রোরেল হলে ঢাকার যানজট কমে যাবে।’

এ সময় তিনি জানান, হাওর অঞ্চলে এখন থেকে মাটির রাস্তা নয়, এলিভেটেড রাস্তা করতে বলেছেন প্রধানমন্ত্রী।

অপর এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, বৃষ্টির পানিতে হাওরের ধান তলিয়ে যাওয়া নিয়মিত ঘটনা। আগে সরকার এগুলো দেখত না। বৃটিশ আমলে আমরা নিজেরাই বাঁধ রক্ষায় কাজ করেছি। এখন সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। কারণ সরকার চায় যাতে ক্ষতি কমানো হয়।