তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রকৃতির ওপর অত্যাচার চলছে। শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি আয়োজিত সেমিনার ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, যারা প্রকৃতিকে ধ্বংস করছে তারা দেশ ও সমাজের শত্রু। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বর্তমান সরকার পরিবেশ রক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে।
এসময় তিনি বলেন, পরিবেশ বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। না হলে পরিবেশের বিপর্যয় ঘটবে।
আজ ২২ এপ্রিল (শুক্রবার) বিশ্ব ধরিত্রী দিবস। পরিবেশ ও প্রকৃতি রক্ষার মাধ্যমে ধরিত্রীকে টিকিয়ে রাখাই দিবসটির একমাত্র লক্ষ্য। পরিবেশ সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর ২২ এপ্রিল বিশ্বের ১৯৩টি দেশে দিবসটি পালিত হয়ে আসছে।
১৯৭০ সালে জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাস্তায় নেমে এসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রায় দুই কোটি মানুষ। সেই থেকেই দিবসটির সূত্রপাত। ১৯৭০ সালে মার্কিন সিনেটর গেলর্ড নেলসন দিবসটির প্রচলন করেন। এ কারণে পরবর্তীকালে তাকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়।