• আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী |

‘মাদকাসক্ত সন্তানকে আটক করাতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দম্পতি’

| নিউজ রুম এডিটর ৬:২৪ অপরাহ্ণ | মে ২৫, ২০২২ বাংলাদেশ

মাদকের ভয়াবহ পরিণতি তুলে ধরতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, মাদকাসক্ত সন্তানের অত্যাচারে অতিষ্ট হয়ে এক দম্পতি আসেন মন্ত্রীর কাছে। এসে তাদের ছেলেকে আটক করার অনুরোধ জানান মন্ত্রীর কাছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমাকে একদিন কেরানীগঞ্জের, আমি নাম বলব না, তার বাবা-মা চলে আসছেন আমার কাছে। দুজনেরই অঝোর কান্না; বলছেন যে- আমার ছেলেকে আপনি আটক করেন।’

কেন আপনার ছেলেকে আটক করব- স্বরাষ্ট্রমন্ত্রীর জিজ্ঞাসায় ওই তারা উত্তর দেন, ‘আমরা কিছুই করতে পারছি না। আমার বাড়ি ঘরের সমস্ত জিনিস বিক্রি করে দিচ্ছে। আমরা তার বাবা-মা, আমাদেরকেও মারছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় বাবা-মাকে নৃশংসভাবে হত্যার করা কিশোরী ঐশীর কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ‘আপনারা নিশ্চয়ই ঐশীর কথা ভুলে যাননি। মাদকাসক্ত হলে মানুষ কী করে? তাদের যে জ্ঞান- তা হারিয়ে ফেলে, সবকিছু হারিয়ে ফেলে। সেটার জন্য তাদের মানসিক চিকিৎসার প্রয়োজন।’

এ বিষয়ে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী তার মন্ত্রণালয় কাজ করছে বলে মন্ত্রী জানান।

অনুষ্ঠানে দেশের ১৫টি বেসরকারি মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রকে আর্থিক অনুদান দেওয়া হয়।