বাংলাদশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসিসহ অন্য সব পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। রোববার (১৯ জুন) বিকেলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মেজবাহ উদ্দিন তুহিন সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।
এতে জানানো হয়, আগামী ২৪ জুন থেকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এসএসসি ১ম ও ২য় বর্ষের পরীক্ষা। তবে অনিবার্য কারণে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। এছাড়াও বিএজিএড, বিএসসি (অনার্স), ইন ফুড সায়ন্স এন্ড নিউট্রিশন (বিএফএসএন), মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) এবং মাস্টার অব ডিজঅ্যাবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিহেবিলিটেশন (এমডিএমআর) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।