

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী সীমান্তবর্তী গ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এলাকার নারী-পুরুষের বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ১০০ টি পরিবার কে খাদ্য সামগ্রী বিতরনী করা হয়েছে।
সোমবার দুপুর ২ টায় দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি সরকারি বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। চিকিৎসা সেবা ও বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন হাসপাটালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার লেফটেন্যান্ট কর্নেল সায়লা চৌধুরী, সহকারী পরিচালক শেখ মোঃ ইমরান আলী প্রমুখ।