• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

রাজা তৃতীয় চার্লস’ উপাধি নিয়ে সিংহাসনে বসছেন প্রিন্স চার্লস

| নিউজ রুম এডিটর ৫:১৬ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ৯, ২০২২ আন্তর্জাতিক, যুক্তরাজ্য, লিড নিউজ

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের রাজ পরিবারের সিংহাসনে বসছেন তার বড় ছেলে প্রিন্স চার্লস৷

জানা গেছে প্রিন্স চার্লস ‘রাজা তৃতীয় চার্লস’ উপাধি নিয়ে সিংহাসনে আরোহণ করবেন৷

এদিকে ব্রিটেনের ইতিহাসে তিনি সবচেয়ে বেশি বয়সে রাজা হতে যাচ্ছেন। বর্তমানে প্রিন্স চার্লসের বয়স ৭৩।

তার মা রানি দ্বিতীয় এলিজাবেথ যখন সিংহাসনে বসেন তখন চার্লসের বয়স ছিল ৩ বছর৷ তখন থেকেই সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন তিনি। তবে তার মা দীর্ঘিজীবি হওয়ায় তাকে সিংহাসনে বসতে হচ্ছে ৭৩ বছর বয়সে।

প্রিন্স চার্লস হলেন আধুনিক সময়ের প্রথম ব্রিটিশ রাজা৷ তিনি বাড়িতে ব্যক্তিগত শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণের বদলে স্কুলে পড়েছেন৷ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি। তাছাড়া রয়্যাল বিমান বাহিনী ও নৌবাহিনীতে কাজ করেছেন৷ ১৯৭০ সালের দিকে যুদ্ধজাহাজে অবস্থানও করেছেন তিনি। ১৯৮১ সালে ৩২ বছর বয়সে প্রিন্সেস ডায়ানাকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু ১৯৯২ সালে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। ১৯৯৭ সালে ডায়ানা ফ্রান্সে গাড়ি দুর্ঘটনায় মারা গেলে সাধারণ মানুষের চক্ষুসূলে পরিণত হয়েছিলেন তিনি।

এদিকে এর আগে ১৬২৫ সাল থেকে শুরু করে ১৬৪৯ সাল পর্যন্ত প্রথম চার্লস এবং ১৬৬০ থেকে ১৬৮৫ সাল পর্যন্ত দ্বিতীয় চার্লস ব্রিটেন শাসন করেন৷

প্রথম চার্লসের শাসনের অবসান হয় তার মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে৷ আর দ্বিতীয় চার্লস স্বাভাবিক মৃত্যুবরণ করেন

সূত্র: বিবিসি, সিএনএন, উইকিপিডিয়া