• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  |

রাজা তৃতীয় চার্লস’ উপাধি নিয়ে সিংহাসনে বসছেন প্রিন্স চার্লস

| নিউজ রুম এডিটর ৫:১৬ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ৯, ২০২২ আন্তর্জাতিক, যুক্তরাজ্য, লিড নিউজ

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের রাজ পরিবারের সিংহাসনে বসছেন তার বড় ছেলে প্রিন্স চার্লস৷

জানা গেছে প্রিন্স চার্লস ‘রাজা তৃতীয় চার্লস’ উপাধি নিয়ে সিংহাসনে আরোহণ করবেন৷

এদিকে ব্রিটেনের ইতিহাসে তিনি সবচেয়ে বেশি বয়সে রাজা হতে যাচ্ছেন। বর্তমানে প্রিন্স চার্লসের বয়স ৭৩।

তার মা রানি দ্বিতীয় এলিজাবেথ যখন সিংহাসনে বসেন তখন চার্লসের বয়স ছিল ৩ বছর৷ তখন থেকেই সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন তিনি। তবে তার মা দীর্ঘিজীবি হওয়ায় তাকে সিংহাসনে বসতে হচ্ছে ৭৩ বছর বয়সে।

প্রিন্স চার্লস হলেন আধুনিক সময়ের প্রথম ব্রিটিশ রাজা৷ তিনি বাড়িতে ব্যক্তিগত শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণের বদলে স্কুলে পড়েছেন৷ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি। তাছাড়া রয়্যাল বিমান বাহিনী ও নৌবাহিনীতে কাজ করেছেন৷ ১৯৭০ সালের দিকে যুদ্ধজাহাজে অবস্থানও করেছেন তিনি। ১৯৮১ সালে ৩২ বছর বয়সে প্রিন্সেস ডায়ানাকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু ১৯৯২ সালে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। ১৯৯৭ সালে ডায়ানা ফ্রান্সে গাড়ি দুর্ঘটনায় মারা গেলে সাধারণ মানুষের চক্ষুসূলে পরিণত হয়েছিলেন তিনি।

এদিকে এর আগে ১৬২৫ সাল থেকে শুরু করে ১৬৪৯ সাল পর্যন্ত প্রথম চার্লস এবং ১৬৬০ থেকে ১৬৮৫ সাল পর্যন্ত দ্বিতীয় চার্লস ব্রিটেন শাসন করেন৷

প্রথম চার্লসের শাসনের অবসান হয় তার মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে৷ আর দ্বিতীয় চার্লস স্বাভাবিক মৃত্যুবরণ করেন

সূত্র: বিবিসি, সিএনএন, উইকিপিডিয়া