• আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সিরাজদিখানে নারী নির্যাতনের মামলায় দুই ভাইয়ের কারাদন্ড! | টানা ৫ম দিন ডিএসসিসি নগর ভবনের সামনে ইশরাকের সমর্থকরা | তৃতীয় দিনেও অনড় জবি শিক্ষক-শিক্ষার্থীরা, জুমার পর আবারও উত্তাল কাকরাইল | ঢাকায় নিরাপদে অবতরণ করল চাকা খুলে যাওয়া বিমান, রানওয়ে বন্ধ | পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  |

‘স্বামীকে বিনা চিকিৎসায় মৃত‍্যুর মুখে ঠেলে দিচ্ছি’

| নিউজ রুম এডিটর ৫:১৯ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৬, ২০২২ বিনোদন

অর্থনৈতিক সংকটের কারণে গায়ক আকবরকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকালে আকবরের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান তার স্ত্রী কানিজ ফাতেমা।

আকবরের শারীরিক অবস্থার কথা জানিয়ে কানিজ ফাতেমা বলেন—‘অথৈর আব্বুর (আকবর) শারীরিক অবস্থা খুব একটা ভালো না। তারপরও ভালো খবর পায়ের ইনফেকশনটা আটকানো গেছে। আপাতত পা রেখেই চিকিৎসা চালানো যাবে।’

এ পরিস্থিতিতে অর্থনৈতিক সংকটে পড়েছেন আকবরের স্ত্রী। তা জানিয়ে কানিজ ফাতেমা বলেন, ‘আমার পক্ষে হাসপাতালে রেখে চিকিৎসা চালানো একেবারেই অসম্ভব। গত ১৩ দিন কীভাবে চিকিৎসার খরচ চালিয়েছি সেটা শুধু আমি আর আমার মেয়ে জানি। এই ব‍্যয়বহুল চিকিৎসা আমি আর চালাতে পারছি না। তাই আজ নিজ জিম্মায় অথৈর বাবাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাচ্ছি।’

অসহায় অবস্থার কথা উল্লেখ করে কানিজ ফাতেমা বলেন, ‘আল্লাহ আমাকে কঠিন এক বিপদের মুখোমুখি করেছে। আমি নিজেও জানি না এই বিপদ থেকে কীভাবে রক্ষা পাব। আমি নিজেও জানি না আর কখনো অথৈর বাবাকে সুস্থ করতে পারবো কিনা। সত‍্যি খুব অসহায় আমি। নিজের স্বামীকে বিনা চিকিৎসায় মৃত‍্যুর মুখে ঠেলে দিচ্ছি।’

গত মে মাসে আকবরের পায়ে অস্ত্রোপচার করা হয়। তারপর বেশ ভালো ছিলেন তিনি। মাঝের চার মাসে স্টেজ শো পর্যন্ত করেছেন। আকস্মিকভাবে তার পায়ে পানি জমতে থাকে। এরপর গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় তাকে।

আকবরের ডান পায়ে পচন ধরেছে। হাসপাতালে ভর্তির পরের দিন তার ডান পায়ে একটি অস্ত্রোপচার করা হয়। গত ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়। এসব সমস্যা ছাড়াও আকবরের শরীরে সোডিয়াম, হিমোগ্লোবিন, ক্যালসিয়ামের পরিমাণ কমে গিয়েছিল বলেও রাইজিংবিডিকে জানিয়েছিলেন কানিজ ফাতেমা।