• আজ ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত |

৪২ বছর বয়সেও ছাত্রদলের পদপ্রত্যাশী

| নিউজ রুম এডিটর ১১:১৩ অপরাহ্ণ | অক্টোবর ২৩, ২০২২ বিএনপি, রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: সরকার পতন আন্দোলনকে তরান্বিত করতে সারাদেশে দলীয় অঙ্গ-সংগঠনকে ঢেলে সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম নিহতের পর আলোচনা চলছে শূন্য ওই পদ কে আসছেন।

এনিয়ে বেশ কয়েকজনের নাম কেন্দ্র ও স্থানীয়ভাবে আলোচনায় এলেও নতুন করে বিতর্ক শুরু হয়েছে প্রায় ৪২ বছর বয়সী মোহাম্মদ জসিমকে নিয়ে। বর্তমানে তিনি জেলা ছাত্রদলের সহ-সভাপতি।

স্থানীয় সূত্র জানিয়েছে, ১৯৯৫-৯৬ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন তিনি। তবে ২০০০ সালে মাদ্রাসা থেকে পাশ করেন জেলা ছাত্রদলের সুপার ফাইভে থাকা এই নেতা।

১৯৯৫ সালেই তিনি বিয়ে করেছেন। বর্তমানে তিনি ৩ সন্তানের বাবা।

অভিযোগ রয়েছে বিগত কেন্দ্রীয় কমিটিকে অর্থের বিনিময়ে ম্যানেজ করে কমিটিতে আসেন মুদি দোকানদার জসিম। বয়সের ভার আর আন্দোলন-সংগ্রামে নেতৃত্বের গুণাবলি না থাকলেও তিনি সভাপতি পদ পেতে কেন্দ্রে দৌড়ঝাঁপ করছেন।

জেলা ছাত্রদলের একজন নেতা জানান, যেখানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ২০০১ এবং সেক্রেটারি ২০০৩ ব্যাচের ব্যাচের সেখানে জেলা সভাপতি মধ্য বয়সী হলে তা সবার জন্য বিব্রতকর হবে।

এ বিষয়ে জানতে চেয়ে জেলা বিএনপির সাধারন সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।