• আজ ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র | জুলাই আন্দোলনকে একাত্তরের সঙ্গে তুলনা, তোপের মুখে সিভিল সার্জন | সন্দ্বীপের কলঙ্ক থেকে আজ মুক্ত: প্রধান উপদেষ্টা | দুপুরে বিসিবির জরুরি সভা, আসতে পারে কয়েকটি সিদ্ধান্ত | থাইল্যান্ডে ইউনূস-মোদি বৈঠক প্রসঙ্গে যা বললেন জয়শঙ্কর | এক ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না | প্রধান উপদেষ্টার বক্তব্যকে কেন্দ্র করে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ | প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ | নেতানিয়াহুর বিরুদ্ধে গণ-বিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর | অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর |

৪২ বছর বয়সেও ছাত্রদলের পদপ্রত্যাশী

| নিউজ রুম এডিটর ১১:১৩ অপরাহ্ণ | অক্টোবর ২৩, ২০২২ বিএনপি, রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: সরকার পতন আন্দোলনকে তরান্বিত করতে সারাদেশে দলীয় অঙ্গ-সংগঠনকে ঢেলে সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম নিহতের পর আলোচনা চলছে শূন্য ওই পদ কে আসছেন।

এনিয়ে বেশ কয়েকজনের নাম কেন্দ্র ও স্থানীয়ভাবে আলোচনায় এলেও নতুন করে বিতর্ক শুরু হয়েছে প্রায় ৪২ বছর বয়সী মোহাম্মদ জসিমকে নিয়ে। বর্তমানে তিনি জেলা ছাত্রদলের সহ-সভাপতি।

স্থানীয় সূত্র জানিয়েছে, ১৯৯৫-৯৬ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন তিনি। তবে ২০০০ সালে মাদ্রাসা থেকে পাশ করেন জেলা ছাত্রদলের সুপার ফাইভে থাকা এই নেতা।

১৯৯৫ সালেই তিনি বিয়ে করেছেন। বর্তমানে তিনি ৩ সন্তানের বাবা।

অভিযোগ রয়েছে বিগত কেন্দ্রীয় কমিটিকে অর্থের বিনিময়ে ম্যানেজ করে কমিটিতে আসেন মুদি দোকানদার জসিম। বয়সের ভার আর আন্দোলন-সংগ্রামে নেতৃত্বের গুণাবলি না থাকলেও তিনি সভাপতি পদ পেতে কেন্দ্রে দৌড়ঝাঁপ করছেন।

জেলা ছাত্রদলের একজন নেতা জানান, যেখানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ২০০১ এবং সেক্রেটারি ২০০৩ ব্যাচের ব্যাচের সেখানে জেলা সভাপতি মধ্য বয়সী হলে তা সবার জন্য বিব্রতকর হবে।

এ বিষয়ে জানতে চেয়ে জেলা বিএনপির সাধারন সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।