• আজ ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন | ইরান কখনো পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না: খামেনি |

৪২ বছর বয়সেও ছাত্রদলের পদপ্রত্যাশী

| নিউজ রুম এডিটর ১১:১৩ অপরাহ্ণ | অক্টোবর ২৩, ২০২২ বিএনপি, রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: সরকার পতন আন্দোলনকে তরান্বিত করতে সারাদেশে দলীয় অঙ্গ-সংগঠনকে ঢেলে সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম নিহতের পর আলোচনা চলছে শূন্য ওই পদ কে আসছেন।

এনিয়ে বেশ কয়েকজনের নাম কেন্দ্র ও স্থানীয়ভাবে আলোচনায় এলেও নতুন করে বিতর্ক শুরু হয়েছে প্রায় ৪২ বছর বয়সী মোহাম্মদ জসিমকে নিয়ে। বর্তমানে তিনি জেলা ছাত্রদলের সহ-সভাপতি।

স্থানীয় সূত্র জানিয়েছে, ১৯৯৫-৯৬ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন তিনি। তবে ২০০০ সালে মাদ্রাসা থেকে পাশ করেন জেলা ছাত্রদলের সুপার ফাইভে থাকা এই নেতা।

১৯৯৫ সালেই তিনি বিয়ে করেছেন। বর্তমানে তিনি ৩ সন্তানের বাবা।

অভিযোগ রয়েছে বিগত কেন্দ্রীয় কমিটিকে অর্থের বিনিময়ে ম্যানেজ করে কমিটিতে আসেন মুদি দোকানদার জসিম। বয়সের ভার আর আন্দোলন-সংগ্রামে নেতৃত্বের গুণাবলি না থাকলেও তিনি সভাপতি পদ পেতে কেন্দ্রে দৌড়ঝাঁপ করছেন।

জেলা ছাত্রদলের একজন নেতা জানান, যেখানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ২০০১ এবং সেক্রেটারি ২০০৩ ব্যাচের ব্যাচের সেখানে জেলা সভাপতি মধ্য বয়সী হলে তা সবার জন্য বিব্রতকর হবে।

এ বিষয়ে জানতে চেয়ে জেলা বিএনপির সাধারন সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।