• আজ ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুলিয়ারচরে বাস সিএনজি সংঘর্ষে ২ জন নিহত ৪ জন আহত

| নিউজ রুম এডিটর ২:৩১ অপরাহ্ণ | নভেম্বর ৬, ২০২২ সারাদেশ

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মোঃ মাইন উদ্দিন : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতীতে বাস সিএনজি সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে।

রোববার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের ছয়সূতীর বকতলমারা ব্রিজ সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ২ জন নিহত ও ৪ জন আহত হয়। আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা সবাইড সিএনজির ডাইভারসহ যাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-কিশোরগঞ্জগামী সৌখিন পরিবহনের একটি বাস কুলিয়ারচরের দিক থেকে ভৈরবের দিকে যাওয়ার পথে ছয়সূতী বকতলমারা নামক স্থানে ব্রিজ সংলগ্ন সিএনজির সাথে মুখোমুখি ঘংঘর্ষ হয়। এ সংঘর্ষে চালকসহ সিএনজির ভিতরে থাকা ৫ যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই ২ জন মারা যায়, আর চালকসহ বাকি ৪ জন আহত হয়। পরে আহত ৪ জনকে উদ্ধার করে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ এণ্ড হাসপাতালে নিয়ে ভর্তি করে স্থানীয়রা।

দুর্ঘটনার সংবাদ পেয়ে কুলিয়ারচর থানার পুলিশ ও ভৈরব হাইওয়ে থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত সিএনজি ও ঘাতক বাসকে আটক করেছে।

দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, সকাল সাড়ে ৮ টার দিকে ছয়সূতী এলাকায় একটি বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষে ২ জন ঘটনাস্থলে মারা যায় এবং আরও ৪ জন গুরুতর আহত হয়।

ভৈরব হাইওয়ে থানার এসআই মোহাম্মদ কাঞ্চন মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনিও একই কথা বলেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ২ জন ও আহত ৪ জনের কারোর নাম ঠিকানা পাওয়া যায়নি।