• আজ ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 এনসিপির সমাবেশে হামলা: সরকারের কঠোর বার্তা | সারাদেশে ব্লকেডের ডাক দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন | গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি | মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার |

মনেপ্রাণে ‘ছাত্রদল’, তবু তারা ছাত্রলীগ নেতা!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ও চরহাজারী ইউনিয়নের দুইজন ছাত্রলীগ নেতা সদ্য ঘোষিত ছাত্রদলের দুটি কমিটিতে যুগ্ম আহ্বায়কের পদ পেয়েছেন। তারা হলেন- চরপার্বতী ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন রাহাদ ও চরহাজারী ইউনিয়ন ছাত্রলীগের ১নং সদস্য ইকবাল হোসেন জাবেদ।

তাদের কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিতে দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণ করতে দেখা যায়। যদিও তারা মনেপ্রাণে ছাত্রদলকে ভালোবাসেন বলে নিজেরাই জানিয়েছেন।

ছাত্রদলের সদ্যঘোষিত দুটি ইউনিয়নের আহ্বায়ক কমিটিতে তাদের পদপ্রাপ্তির বিষয়টি কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এমরান হোসেন সাগর ও সদস্য সচিব নুর উদ্দিন রুবেল নিশ্চিত করেছেন।

এ বিষয়ে দেলোয়ার হোসেন রাহাদ ও ইকবাল হোসেন জাবেদ (আহসান জাবেদ) জানান, সরকারি মুজিব কলেজে ভর্তি নিশ্চিত হওয়া ও পারিবারিক নিরাপত্তার জন্য বাধ্য হয়ে ছাত্রলীগ করতে হয়েছে। প্রকৃতপক্ষে আমরা মনেপ্রাণে ছাত্রদল পূর্বেও করেছি এখনো করছি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আমরা জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রদলের সদ্যঘোষিত কমিটিতে নিজ যোগ্যতা বলেই এসেছি।

বিষয়টি জানতে চরপার্বতী ছাত্রলীগ সভাপতি সাকিল ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও সংযোগ পাওয়া যায়নি।

চরহাজারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বোরহান উদ্দিন মিঠু জানান, ইকবাল হোসেন জাবেদ চরহাজারী ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে ১নং সদস্য পদে আছেন।

কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না জানান, আমি বিষয়টি এখনো জানি না। বিস্তারিত জেনে সাংগঠনিক ব্যবস্থা নেব।