• আজ ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 আবারও শুরু হচ্ছে টিসিবির ট্রাকসেল, মিলবে যেসব পণ্য | অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে গ্রেফতার ১ হাজার ৩০৮ | বাংলাদেশসহ ১৪ দেশের মাল্টিপল ভিজিট ভিসা স্থগিত করলো সৌদি আরব | ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি | ব্যাংক ঋণের সুদহার ও বিদ্যুৎ বিল কমানোর দাবি | তিনবার মামলা হলে ওই গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে না | জেলেনস্কির সঙ্গে আগামী সপ্তাহে দেখা করতে পারেন ট্রাম্প | দিল্লির মসনদে ফিরল বিজেপি, মোদি বললেন সুশাসনের জয় | সাঈদীর দুই ছেলেসহ পিরোজপুরের ৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা | গাজীপুরের হামলা পরিকল্পিত, নেপথ্যে সাবেক মেয়র জাহাঙ্গীর |

মনেপ্রাণে ‘ছাত্রদল’, তবু তারা ছাত্রলীগ নেতা!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ও চরহাজারী ইউনিয়নের দুইজন ছাত্রলীগ নেতা সদ্য ঘোষিত ছাত্রদলের দুটি কমিটিতে যুগ্ম আহ্বায়কের পদ পেয়েছেন। তারা হলেন- চরপার্বতী ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন রাহাদ ও চরহাজারী ইউনিয়ন ছাত্রলীগের ১নং সদস্য ইকবাল হোসেন জাবেদ।

তাদের কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিতে দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণ করতে দেখা যায়। যদিও তারা মনেপ্রাণে ছাত্রদলকে ভালোবাসেন বলে নিজেরাই জানিয়েছেন।

ছাত্রদলের সদ্যঘোষিত দুটি ইউনিয়নের আহ্বায়ক কমিটিতে তাদের পদপ্রাপ্তির বিষয়টি কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এমরান হোসেন সাগর ও সদস্য সচিব নুর উদ্দিন রুবেল নিশ্চিত করেছেন।

এ বিষয়ে দেলোয়ার হোসেন রাহাদ ও ইকবাল হোসেন জাবেদ (আহসান জাবেদ) জানান, সরকারি মুজিব কলেজে ভর্তি নিশ্চিত হওয়া ও পারিবারিক নিরাপত্তার জন্য বাধ্য হয়ে ছাত্রলীগ করতে হয়েছে। প্রকৃতপক্ষে আমরা মনেপ্রাণে ছাত্রদল পূর্বেও করেছি এখনো করছি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আমরা জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রদলের সদ্যঘোষিত কমিটিতে নিজ যোগ্যতা বলেই এসেছি।

বিষয়টি জানতে চরপার্বতী ছাত্রলীগ সভাপতি সাকিল ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও সংযোগ পাওয়া যায়নি।

চরহাজারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বোরহান উদ্দিন মিঠু জানান, ইকবাল হোসেন জাবেদ চরহাজারী ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে ১নং সদস্য পদে আছেন।

কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না জানান, আমি বিষয়টি এখনো জানি না। বিস্তারিত জেনে সাংগঠনিক ব্যবস্থা নেব।