• আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 টানা ৫ম দিন ডিএসসিসি নগর ভবনের সামনে ইশরাকের সমর্থকরা | তৃতীয় দিনেও অনড় জবি শিক্ষক-শিক্ষার্থীরা, জুমার পর আবারও উত্তাল কাকরাইল | ঢাকায় নিরাপদে অবতরণ করল চাকা খুলে যাওয়া বিমান, রানওয়ে বন্ধ | পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় |

‘জন্মদাতা মাকেও ঢুকতে দিতে পারি না বাসায়’

| নিউজ রুম এডিটর ৭:৩৯ অপরাহ্ণ | জানুয়ারি ১৩, ২০২৩ বিনোদন

কক্সবাজারে বেড়াতে গিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার গোলাম কিবরিয়া সরকার। সে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নেটিজেনদের উদ্দেশ্যে একটি পোস্ট দেন তিনি।

পোস্টের এক অংশে আরজে কিবরিয়া লিখেছেন: ‘… জ্ঞানত আমি কোনদিন আমার পারিবারিক বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা হয় এমন কোন বিষয় নিয়ে কথা বলিনি। আমি বলতেও চাই না যতক্ষণ পর্যন্ত সে আমার স্ত্রী। আমি আমার কাছে সৎ এবং কারো প্রতি কোন অন্যায় করিনি।’

এই পোস্টে মন্তব্য করে কিবরিয়াকে সান্ত্বনা দিয়েছেন অনেকে। শতাধিক মন্তব্যের মধ্যে সানাউল্লাহ লাভলু নামে একজনের মন্তব্যের প্রতিউত্তরে কিবরিয়া লিখেছেন: ‘অনেক সেক্রিফাইস করেছি… অনেক। জন্মদাতা মাকেও ঢুকতে দিতে পারি না আমার বাসায়। সন্তানকেও তাই বলে সেক্রিফাইস! নোপ। নেভার! আর কতকাল পাবলিক ইমেজের ক্ষতি হবে ভেবে নিজেকে নিজে ধ্বংস করবো। আমি সব কিছুর জন্য প্রস্তুত আছি। ইনশা আল্লাহ।’

জানা যায়, বুধবার (১১ জানুয়ারি) আরজে কিবরিয়া স্ত্রী-সন্তানসহ ৫-৭ জন স্বজন নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন। তারা একটি তারকা মানের হোটেলে ওঠেন। বৃহস্পতিবার সকালের কোন এক সময় স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিক কলহ নিয়ে তর্কাতর্কি হয়। এ সময় সন্তানদের মেরে স্ত্রী আত্মহত্যার হুমকি দিলে আরজে কিবরিয়া জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। কল পেয়ে কক্সবাজার সদর থানার একটি টিম হোটেলে গিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করেন এবং নিরাপত্তার স্বার্থে আরজে কিবরিয়াকে জিডি করার পরামর্শ দেন।