• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  |

ফুলছড়ি কঞ্চিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

| নিউজ রুম এডিটর ৭:০০ অপরাহ্ণ | জানুয়ারি ১৭, ২০২৩ সারাদেশ

আশরাফুল ইসলাম গাইবান্ধা :: গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রওশনা ইয়াছমিনের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ কর্তন ও অবৈধ ভাবে ম্যানেজিং কমিটি গঠনের একটি লিখিত অভিযোগ ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে দাখিল করা হয়েছে।

গত ৪ জানুয়ারী ২০২৩ এলাকাবাসীর পক্ষের এ লিখিত অভিযোগ দাখিল করেছেন আশরাফুল ইসলাম নামে এক ব্যাক্তি।

প্রাপ্ত অভিযোগে জানা যায়,কঞ্চিপাড়া ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রওশনা ইয়াসমিন সহ বর্তমান এস.এম.সির সভাপতি রেদোয়ান আশরাফ (পলাশ) কমিটির মিটিং ছাড়া নিজমনগড়া সিদ্ধান্তের জোগ সাজসে অত্র প্রতিষ্ঠানের অভ্যান্তরে ইতি পূর্বে ২-৩ টি গাছ কর্তন করে। বর্তমানে ২টি মেহগণি গাছের ডালপালা ও গাছের অর্ধেক অংশ কর্তন করিয়াছে। যার ফলে প্রকৃতির ভারসাম্য, দেশের পরিবেশ বিনষ্ট হচ্ছে।

এলাকাবাসী গাছ কাটার কাজে বাধা দিলে প্রধান শিক্ষক অকথ্য ভাষায় গালিগালাজ করে। কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় জমির দাতা কে বাদ দিয়ে এস,এম,সির সভাপতি প্রধান শিক্ষক তার আপন ভাইকে সভাপতি পদে অধিষ্ঠিত করেছেন। ফলে জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশনা ইয়াছমিন বলেন, যথাযথ নীতিমালা অনুসরণ করে ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। বিদ্যালয়ের গাছ কর্তনের বিষয়টি সম্পুর্ন ভিত্তিহীন।

এ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রেদোয়ান আশরাফ পলাশ বলেন, সকল নিয়ম মেনে আমি এই বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছি।গাছ কর্তনের বিষয়টি সম্পুর্ন ভিত্তিহীন।কিছু শুকনা ডালপালা যা শিক্ষার্থীদের জন্য বিপদ জনক ছিলো বিধায় তা ছেটে ফেলা হয়েছে।তবে স্কুলের আসবাব পত্রের জন্য যদি কখনো গাছ কর্তনের প্রয়োজন হয় তাহলে রেজুলেশনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কর্তন করা হবে।

ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি।অভিযোগের যথাযথ গুরুত্ব বিবেচনা করে উপজেলা শিক্ষা অফিসারকে তদন্তের দায়িত্ব প্রদান করেছি। তদন্তে সত্যতা পাওয়া গেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।