• আজ ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

এ চরিত্রে অভিনয় করতে অনেক শ্রম দিতে হয়েছে

| নিউজ রুম এডিটর ৬:৩৩ অপরাহ্ণ | জানুয়ারি ২৮, ২০২৩ বিনোদন

বিশেষ দিবসে সিনেমা মুক্তি দেওয়ার প্রতি নির্মাতা ও প্রযোজকদের বিশেষ নজর থাকে। এবার সে তালিকায় যুক্ত হলো চিত্রনায়িকা কেয়ার নাম। আগামী ভালোবাসা দিবসকে কেন্দ্র করে তার অভিনীত একটি সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক রাকিবুল ইসলাম রাকিব।

সিনেমার নাম ‘কথা দিলাম’। এটি একটি রোমান্টিক ঘরানার সিনেমা। এতে কেয়ার নায়ক জামশেদ শামীম নামে এক নবাগত। নতুন বছরে মুক্তির দিক থেকে এটাই কেয়ার প্রথম সিনেমা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ সিনেমায় আমার চরিত্রটি বেশ দারুণ এবং চ্যালেঞ্জিংও বটে। এ চরিত্রে অভিনয় করার জন্য যথেষ্ট শ্রম দিতে হয়েছে। গ্রামীণ পটভূমিতে নির্মিত ভিন্ন স্বাদের একটি গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। আশা করি, দর্শকদের পছন্দ হবে।’

এদিকে কেয়া অভিনীত একাধিক সিনেমা আছে মুক্তির মিছিলে। শুটিং করছেন একাধিক সিনেমার। শিগ্গির নতুন কাজের খবর দেবেন বলে জানিয়েছেন এ চিত্রনায়িকা।