• আজ ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

ইছাপুরা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা!

| নিউজ রুম এডিটর ৫:১৫ অপরাহ্ণ | মে ২৮, ২০২৩ সারাদেশ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদের আঙিনায় ১ কোটি ১০ লাখ ৩৬ হাজার ৪ শত ৮২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুমন মিয়ার সভাপতিত্বে ও পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল আলম তানভীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইছাপুরা মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জণসংখ্যা বিষয়ক সম্পাদক মীর মোশারফ হোসেন সুমন, ইছাপুরা ৩নং ওয়ার্ড ইউপি সদস্য সৈয়দ আহসানুল কবীর শিশির, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হিরাসহ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উন্মুক্ত বাজেট সভায় ইউনিয়নের বিশিষ্টজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণীপেশার কয়েক’শ মানুষ উপস্থিত ছিলেন।