• আজ ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ |

এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের উদ্যোগে ঈদ খাদ্য সামগ্রী ও সেলাইমেশিন বিতরণ।

| নিউজ রুম এডিটর ৬:৩৫ অপরাহ্ণ | জুন ২৫, ২০২৩ সারাদেশ

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দরিদ্র, অসহায় ও দুঃস্থ ৬০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রি এবং সেলাইমেশিন বিতরণ করা হয়েছে।

রবিবার (২৫ জুন) সকাল ১১ টায় সিরাজগঞ্জ শহরের মওলানা ভাষানী ডিগ্রি কলেজ প্রাঙ্গন হতে উক্ত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো- চিকন চাল ৩ কেজি, মুসুর ডাল ১/২ কেজি, সয়াবিন তৈল১/২লিটার, চিনি ১/২ কেজি, সেমাই ১ প্যাকেট, লবন ১/২ কেজি, আলু ১ কেজি,
পেঁয়াজ ১ কেজি এ ফুড প্যাকেজ বিতরণ করার পর পৌর এলাকার একডালা গ্রামের একটি অসহায় পরিবার প্রশিক্ষণ প্রাপ্ত যুবতীর নিকট একটি ষ্ট্যান্ড সহ সেলাই মেশিন হস্তান্তর করা হয়।

উক্ত সেবা ও বিতরণ কার্যক্রমের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশে জেলা-৯ এর জেলা গভর্নর এপে. হেলাল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ নিত্য রঞ্জন পাল, ডিষ্ট্রিক সেক্রেটারি রায়হান কবির মিঠু, সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের সিনিয়র সহসভাপতি এপে. ফুলাদ হায়দার খান।

এসময়ে আরো উপস্থিত ছিলেন, আইপিপি এপে. এ এইচ এম মুহিবুল্লাহ মুহিব, ট্রেজারার এপে. আনছার আলী, সেবা পরিচালক এপে. আঃ সালাম, সার্জেন্ট এট আর্মস এপে. কোরবান আলী, এপে. জহুরুল ইসলাম, এপে.জাহাঙ্গীর আলম, এপে. কাউসারুল ইসলাম, এপে. মাকসুদা খাতুন, এপে. আঃ রহিম খোকন, এপে. মোহাম্মদ আলী জিন্না এপে. ডাঃ রশিদ সহ ফ্লোর মেম্বার বৃন্দরা।