• আজ ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ | সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি | দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে তিন বিভাগে | সত্য সংবাদ প্রকাশে বিদেশি গণমাধ্যমের মিথ্যার ওপর চুনকালি পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা | শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, শতাধিক বোমা বিস্ফোরণ | জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা | ভারতের সম্পর্ক কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সঙ্গে নয়: মোদি | বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন | শেখ হাসিনাকে ফেরত পাঠানোসহ মোদির সঙ্গে যেসব বিষয়ে কথা হলো ইউনূসের | হলে-মেসে থাকা উপদেষ্টারা এখন পরেন ৪০ লাখের ঘড়ি: বরকত উল্লাহ বুলু |

‘পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, ও সঙ্গে থাকলে সেটাই আমার ঘর’

| নিউজ রুম এডিটর ১২:৫০ অপরাহ্ণ | জুন ২৬, ২০২৩ বিনোদন

চলতি বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর গাঁটছড়া বাঁধেন বলিউড তারকা কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। বিয়ের আগে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজেদের সম্পর্কের বিষয়ে মুখ খুলেছেন নায়িকা। বললেন সিদ্ধার্থই তার বেস্ট ফ্রেন্ড, তার ঘর।

কিয়ারা সাক্ষাৎকারে জানান, তিনি সত্যিকারের ভালোবাসায় বিশ্বাসী। নিজেকে ভীষণ সৌভাগ্যবতী বলে মনে করেন সিদ্ধার্থের মতো একজন মানুষকে নিজের জীবনে পেয়ে।

ভারতীয় এক গণমাধ্যমে কিয়ারা বলেন, আমার সদ্যই বিয়ে হয়েছে। তাও লাভ ম্যারেজ। ফলে আমি তো ভালোবাসায় বিশ্বাস করবই।

তিনি আরও বলেন, দেখুন ঘর তৈরিই হয় দুজন মানুষকে দিয়ে। আর আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবতী বলে মনে করি যে, আমি যে মানুষটাকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি, যার সঙ্গে গোটা জীবন কাটাব বলে ঠিক করেছি, সে আমার বেস্ট ফ্রেন্ড। আমার জন্য ওই সব কিছু। ওই আমার বাড়ি, ওই আমার ঘর— সবটা। দুজন পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমার কাছে— ও সঙ্গে থাকলে সেটাই আমার ঘর।