

জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে রোববার সন্ধ্যায় উথলী এলাকা থেকে ৪৮ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যাবসায়ী আবুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা পুলিশ সুত্র থেকে জানা গেছে, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি)নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে এস আই নাহিরুল ইসলাম ও এএসআই বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের বিত্তিতে উপজেলার উথলী মোল্লা বাড়ী এলাকায় রোববার সন্ধ্যা সাডে ৫ টার দিকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪৮ বোতল ফেনসিডিলসহ মনোহরপুর ইউপির কালা গ্রামের আয়নাল মন্ডলের ছেলে আবুল হোসেন (৪৫)কে গ্রেফতার করেন।একাবাসী সুত্রে যানা যায় অত্র এলাকার মাদকখোর এবং মাদক ব্যবসায়ীর আনাগুনা দেখা যাচ্ছে।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে।