• আজ ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বুড়িচংয়ে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

| নিউজ রুম এডিটর ১১:২৭ পূর্বাহ্ণ | জুলাই ১৬, ২০২৩ অপরাধ-দুর্নীতি

পুলিশ চেকপোস্টে থামার জন্য সিগন্যাল দিতেই গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে মাদক কারবারি সুমন।অতঃপর উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়।বিশেষ কায়দায় গাড়ির সামনের বাম্পারে স্কসটেপ পেচানো ১হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় পিকাপ থেকে।শনিবার(১৫ জুলাই) দুপুর ১২টায় কুমিল্লার বুড়িচং থানার বাকশিমুল ইউনিয়নের খাড়েরা এলাকায় সড়কে বসানো পুলিশ চেকপোষ্টে ঘটে এঘটনা। বুড়িচং থানার এসআই মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিতিত্তে জানতে পারে যে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে বুড়িচং থানাধীন ২ নং বাকশীমুল ইউনিয়নের খাড়েরা এলাকায় বাগড়া টু কুমিল্লাগামী রাস্তার মুনাফ ফিলিং স্টেশনের সামনের রাস্তা দিয়ে গাড়ীযোগে যাচ্ছে।চেকপোষ্ট স্থাপন করে পিকাপ (ঢাকা মেট্টো-ন ২০-৩৪২৬) গাড়ীর চালককে থামতে সিগন্যাল দেই।গাড়ি থামিয়েই দৌড়ে পালানোর সময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে গ্রেফতার করতে সক্ষম হই।পরে আসামীর দেখানো স্থান পিকাপ এর সামনের অংশে বিশেষ কায়দায় স্কসটেপ দিয়ে আটকানো ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, আটককৃত মাদক কারবারি সুমন (৩১) বুড়িচং উপজেলার খাড়েরা গ্রামের মৃত নুরুল ইসলাম এর ছেলে।মাদক পরিবহন কাজে ব্যবহৃত পিকাপ গাড়িটি জব্দ করা হয়েছে।আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন।