• আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ভারতের কড়া পদক্ষেপ, ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ | হাসিনার অনুগত দোসরকে কেন সুরক্ষা দেবেন উপদেষ্টা আসিফ | বান্ধবীর কাছে হিরো সাজতে কিশোর গ্যাং ‘হায়ার’ | গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেফতার | অস্ত্রবিরতি লঙ্ঘন করে ভারত-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি | ‘অসাবধানতাবশত’ নিজ দেশেই বিমান হামলা চালাল ভারত! | ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন দলের আত্মপ্রকাশ | বর্তমান সরকারকেই ফ্যাসিস্টের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: রিজভী | ৫৮ ঘণ্টা পর অনশন ভাঙলেন কুয়েটের শিক্ষার্থীরা | পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ |

নড়াইলে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৪ জুয়াড়ি গ্রেফতার

| নিউজ রুম এডিটর ১:৩৪ অপরাহ্ণ | জুলাই ২২, ২০২৩ অপরাধ-দুর্নীতি

নড়াইলে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৪ জুয়াড়ি গ্রেফতার। নড়াইল লোহাগড়া থানা পুলিশ জুয়ার সরঞ্জামসহ চারজন জুয়াড়িকে গ্রেফতার করেছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, (২০ জুলাই) রাতে লোহাগড়া থানাধীন নলদী ইউনিয়নের কালাচাঁদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুজিত সরকার সঙ্গীয় ফোর্সসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন- লোহাগড়া থানার নোয়াপাড়া গ্রামের শামসুল মোল্যার ছেলে জাহাঙ্গীর মোল্যা(৩৫), মৃত আকমল শেখের ছেলে শাহাজাহান শেখ(৩৫), ইদ্রিস শেখের ছেলে লিটন(৩০) এবং মৃত জাফর মোল্যার ছেলে মিজানুর (৪৮)। এ সময় জুয়ার আসর থেকে নগদ ত্রিশ হাজার দুইশত দশ টাকা ও এক সেট তাস জব্দ করে পুলিশ। পুলিশ সুপার নির্দেশনায় জুয়ামুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।