বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তি, গণতন্ত্র পুনরদ্ধার, নির্দলীয় নিরপেক্ষ ত্বত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তারুণ্যে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তা বাদীদল বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। শনিবার বিকাল ৩ টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত তারুণ্যের সমাবেশে মুন্সিগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার ৫ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সিরাজদিখান উপজেলা বিএনপির আহবায়ক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ও শ্রীনগর উপজেলা বিএনপির আহবায়ক ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম মৃধার নেতৃত্বে সিরাজদিখান উপজেলা বিএনপির সদস্য সচিব এম হায়দার আলীসহ উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠন, শ্রীনগর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুল ইসলাম খানসহ শ্রীনগর উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে দুপুরে রাজধানীর রমনা পার্কে গিয়ে জড়ো হয়। পরে সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার প্রায় ৫ হাজার নেতাকর্মী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত তারুন্যের সমাবেশে অংশগ্রহণ করেন।সমাবেশে জেলার সিরাজদিখান ও শ্রীনগর উপজেলাসহ ঢাকা ও আশপাশের জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিয়ে সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ ত্বত্বাবধায়ক সরকারের অধিনে জাতীয় নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।