• আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী |

বিএনপি-জামায়াত আরেকটা ১৫ আগস্ট চায় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

| নিউজ রুম এডিটর ৫:১০ অপরাহ্ণ | জুলাই ২৭, ২০২৩ সারাদেশ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সারা পৃথিবীর মানুষ স্বীকার করেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। কিন্তু যারা বাংলাদেশের ভালো চায় না তারা তা মেনে নেয় না। তাই সুযোগ পেলেই মিথ্যাচার করে। এ দেশকে অস্থিতিশীল করতে তারা মরিয়া। আসলে বিএনপি-জামায়াত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করতে চায়।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১২টার দিকে নোয়াখালীর চাটখিল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন উপলক্ষ্যে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। আর জামায়াত দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। বর্তমানে বিএনপি-জামায়াত আরেকটা ১৫ আগস্ট চায়। আমার আবেদন থাকবে আপনারা যারা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, আপনারা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলা করবেন।

মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, আমার সন্তান যেন জয় বাংলা বলে। এ বিষয়ে আমরা যেন উদাসীন না থাকি। পরিবারের লোকজনের বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য কি না করেছেন। ১৯৭৫-এর পর মুক্তিযোদ্ধারা পরিচয় দিত না। কেননা পরিচয় দিলে জীবনের হুমকি থাকে কিনা। শেখ হাসিনা এখন মুক্তিযোদ্ধাদের ভাতা দিচ্ছেন। এই ভাতা আগামী দিনে আরও বাড়বে। তিনি মুক্তিযোদ্ধাদের বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করেছেন। তাদের কবরকে একরকম ডিজাইনের মাধ্যমে সংরক্ষিত করা হচ্ছে। যেন শত বছর হলেও মানুষ চিনতে পারবে। বীর মুক্তিযোদ্ধার জন্য বীর নিবাস করা হচ্ছে। এই নির্মাণকাজ অব্যাহত রয়েছে।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, যুদ্ধের সময় আমরা কত কষ্টে ছিলাম। মুক্তিযোদ্ধারা বাংকারে বাংকারে নিদারুণ জীবনযাপন করেছেন। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নিয়েছে। এর নাম ‘বীরের কণ্ঠে বীর গাঁথা’। আমাদের লোকজন বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি যাবে। ৫-৬ মিনিট বক্তব্য রেকর্ড করবে। ৯ মাস কীভাবে যুদ্ধ করেছে এই স্মৃতি সংরক্ষণ করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সম্মান বৃদ্ধি করেছেন। কিন্তু এখনও অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করতে চায়। বঙ্গবন্ধুকে অস্বীকার করা মানে দেশকে অস্বীকার করা। সকল ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল মুক্তিযোদ্ধাকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিক, খোরশেদ আলম, মোহাম্মদ আলম, আবুল বশর, রাব্বানী উল্লাহ মিয়া, আবুল কাশেম ও চাটখিল উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রাহাত আমিন পাটওয়ারী প্রমুখ বক্তব্য দেন।

এ সময় চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি নাজমুল হুদা সাকিল, চাটখিল উপজেলার ভাইস চেয়ারম্যান আবু তাহের ইভু, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মো. আলী হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।