• আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জগন্নাথপুরে পুলিশের অভিযানে ধর্ষক জয়নুল ইসলাম গ্রেফতার 

| নিউজ রুম এডিটর ৫:৪২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৩, ২০২৩ আইন ও আদালত
একে মিলন সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জের জগন্নাথপুরে চাঞ্চল্যকর মাদ্রাসা  ছাত্রী ধর্ষণ মামলার অভিযুক্ত আসামী জয়নুল ইসলামকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোররাতে  জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর  রহমান এর নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুরে  অভিয়ান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ভিকটিম ছাত্রীর মা বাদী হয়ে ধর্ষক জয়নুল ইসলাম (৪৫)কে আসামী করে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে একটি মামলাও দায়ের করেন।
এ ঘটনার প্রায় ৪ মাস পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জয়নুলকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর সহকারী পুলিশ সুপার ( সার্কেল) সুভাশীষ ধর  জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশের অভিযানে  তাকে গ্রেফতার করেছে।