• আজ ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 মিটারের বেশি ভাড়া নিলে সিএনজি চালককে ৫০ হাজার টাকা জরিমানা | বইমেলায় বিশৃঙ্খলায় জড়িতদের বিচারের আওতায় আনার নির্দেশ’ | শাহবাগে আন্দোলনকারী শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-সাউন্ড গ্রেনড | যুক্তরাজ্যে টিউলিপের তহবিল জব্দে কাজ করছে দুদক | আবারও শুরু হচ্ছে টিসিবির ট্রাকসেল, মিলবে যেসব পণ্য | অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে গ্রেফতার ১ হাজার ৩০৮ | বাংলাদেশসহ ১৪ দেশের মাল্টিপল ভিজিট ভিসা স্থগিত করলো সৌদি আরব | ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি | ব্যাংক ঋণের সুদহার ও বিদ্যুৎ বিল কমানোর দাবি | তিনবার মামলা হলে ওই গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে না |

কুড়িগ্রামে উদ্দীপনের আয়োজনে  আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

| নিউজ রুম এডিটর ৮:৫৯ অপরাহ্ণ | অক্টোবর ১, ২০২৩ সারাদেশ
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ”সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতি পূরনে প্রজন্মের ভূমিকা” স্লোগান এমন প্রতিপাদ্য নিয়ে উদ্দীপন কুড়িগ্রাম অঞ্চলের আয়োজনে ৩৩ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
রোববার (১ অক্টোবর) সকালে প্রবীণ দিবস উপলক্ষে কুড়িগ্রাম সদরে অবস্থিত উদ্দীপনের  কুড়িগ্রাম আঞ্চলিক অফিস চত্বরের সামন থেকে একটি র‌্যালি বের হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।
উদ্দীপন কুড়িগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জাহেদুল হক শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ডের কমিশনার তাজউদ্দিন আহমেদ, উদ্দীপনের অডিট অফিসার সাইফুল ইসলাম, সদস শাখার শাখা ব্যবস্থাপক আশরাফুল আলম, প্রবীণ সেকেন্দার আলী প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার প্রবীনদের সার্বিক কল্যাণে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকারের পাশাপাশি উদ্দীপনের এনজিও প্রবীণদের কল্যাণে কাজ করে যাচ্ছে, যা এসব কার্যক্রমের গতি আরও ত্বরান্বিত করছে। সভায় প্রবীণ ব‍্যক্তিদের পারিবারিক সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে নানাবিধ সমস্যা সমাধান ও অধিকার প্রতিষ্ঠা আদায়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে প্রবীণদের মাঝে খেলাধুলার ব্যবস্থা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের করা হয়।