• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

ইতোমধ্যে শুরু হয়ে গেছে: শামীম ওসমান

| নিউজ রুম এডিটর ৬:৪৫ পূর্বাহ্ণ | নভেম্বর ২, ২০২৩ আওয়ামী লীগ, রাজনীতি, লিড নিউজ

 

বিএনপির নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বিএনপিকে কেউ নির্বাচনে ডেকে নিয়ে আসবে না। তারা নিজেরাই নাকে খত দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে।

নারায়ণগঞ্জের স্টেডিয়াম এলাকায় নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে ৪ নভেম্বর আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশের ইস্যুতে বুধবার বিকালে প্রস্তুতি সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, বিএনপির মতো একটি দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব (রুহুল কবির রিজভী) আসেন হরতাল করতে, সঙ্গে নেতাকর্মী মিলিয়ে মোট ৮-১০ জন। পাগলও যদি দাঁড়িয়ে কথা বলে, সেটা শুনতে ১০ জনের বেশি লোক হবে। রিজভী সাহেব কেন্দ্রীয় নেতা, আট-দশজন লোক নিয়ে টায়ারে আগুন লাগিয়ে হরতালের উদ্বোধন ঘোষণা করলেন। তাদের হরতাল তো সবাই বয়কট করেছে, এটা আসলে হরতালের উদ্বোধন নয়। এটা ছিল সেই ২০১৪-১৫ সালের মতো আগুন সন্ত্রাসের উদ্বোধন।

বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করাতে দেশ-বিদেশ থেকে তাদের (বিএনপি) হয়ে অনুরোধ করানো হবে উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপির কোনো খোঁজও থাকবে না। এমন হতে পারে দেশ-বিদেশের বিভিন্ন শক্তি দিয়ে অনুরোধ করানো হবে বিএনপিকে ডাকেন। ওদের ইজ্জত থাকে না, না ডাকলে আসে কেমন করে। ইতোমধ্যে শুরু হয়ে গেছে, কিন্তু আমরা ওদের ডাকব না। আমাদের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, যে দিন ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন আলোচনায় বসবেন; আমরা সেদিন ওদের ডাকব।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সোনারগাঁ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদ, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দীন প্রধানসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।