• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ এর দাফন সম্পন্ন

| নিউজ রুম এডিটর ৫:৪১ অপরাহ্ণ | জানুয়ারি ১৮, ২০২৪ সারাদেশ, সিলেট

 

একে মিলন সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি, যুদ্ধ কালীন কোম্পানি কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজাদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দিবাগত রাত ২টায় নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বৃহস্পতিবার সকালে মরহুম বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজাদ’র কর্মস্থল জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণে তাঁর মরদেহে শ্রদ্ধাঞ্জলি প্রদান ও প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর সুনামগঞ্জ পৌরসভার মুক্তমঞ্চে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। সেখানে শ্রদ্ধাঞ্চলি প্রদান করেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ। এরপর বেলা ২টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হাজারো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। জানাজার আগে প্রশাসনের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়।

জানাজায় জেলার বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ অংশ নেন,সুনামগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,পৌর প্রশাসনসহ জেলার রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ।