• আজ ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ, যে সব কথা হলো | দুঃখ প্রকাশ করলেন মাহফুজ আলম | ৭ দিনের মধ্যে ঢাকা উত্তর-দক্ষিণ সিটির নির্বাচনের সিডিউল ঘোষণার জন্য সরকারকে লিগ্যাল নোটিশ | সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে কি না, পুনর্বিবেচনা করবে বিএনপি | তথ্য গোপন করায় ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা শেখ হাসিনা | আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন ইশরাক | রাতে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা | অভ্যুত্থানের নেতৃত্বে থাকা দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া মোটেই স্বাভাবিক নয়’ | বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের | দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ইশরাক সমর্থকদের |

মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন যারা

| নিউজ রুম এডিটর ৩:৪২ অপরাহ্ণ | মার্চ ১, ২০২৪ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠনের দুই মাস না পেরোতেই সম্প্রসারিত হচ্ছে মন্ত্রিসভার কলেবর। শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়াবেন বলে আশা করা হচ্ছে।

নতুন ৭ জনসহ মন্ত্রিসভার আকার দাঁড়াচ্ছে ৪৪ জনে।

নতুন মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ৭ জন আমন্ত্রণ পেয়েছেন বলে জানা গেছে। এরা হলেন- আব্দুল ওয়াদুদ (রাজশাহী ৫), শহীদুজ্জামান সরকার (নওগাঁ ২), নজরুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম ১৪), শামসুন্নাহার চাঁপা (সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য-টাংগাইল), ওয়াশিকা আয়েশা খান (সংরক্ষিত নারী আসন- চট্টগ্রাম), নাহিদ ইজহার খান (সংরক্ষিত নারী আসন- ঢাকা) ডা. রোকেয়া সুলতানা (সংরক্ষিত নারী আসন- জয়পুরহাট)।

 

এর মধ্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে নজরুল ইসলাম, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাঁপা এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা দায়িত্ব পাচ্ছেন।

এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদেরকে ফোন করে বিষয়টি জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি পরিবহন পুল থেকে তাদের জন্য নতুন গাড়িও প্রস্তুত রাখা হয়েছে।

চলতি বছরের ১১ জানুয়ারি টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীসহ মোট ৩৭ জন সদস্য নিয়ে সরকার যাত্রা শুরু করে। নতুন ৭ জন যুক্ত হওয়ায় মন্ত্রিসভার আকার হবে ৪৪ সদস্যের।

জানা গেছে, আগামী রোববার (৩ মার্চ) রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের দেশের বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বঙ্গভবনে ছোট পরিসরে শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগও প্রস্তুতি নিয়ে রেখেছে।