• আজ ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র | জুলাই আন্দোলনকে একাত্তরের সঙ্গে তুলনা, তোপের মুখে সিভিল সার্জন | সন্দ্বীপের কলঙ্ক থেকে আজ মুক্ত: প্রধান উপদেষ্টা | দুপুরে বিসিবির জরুরি সভা, আসতে পারে কয়েকটি সিদ্ধান্ত | থাইল্যান্ডে ইউনূস-মোদি বৈঠক প্রসঙ্গে যা বললেন জয়শঙ্কর | এক ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না | প্রধান উপদেষ্টার বক্তব্যকে কেন্দ্র করে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ | প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ | নেতানিয়াহুর বিরুদ্ধে গণ-বিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর | অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর |

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের মৃত্যুতে ইবি উপাচার্যের শোক

| নিউজ রুম এডিটর ৫:৩০ অপরাহ্ণ | মার্চ ১১, ২০২৪ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

 

মানিক হোসেন-ইবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব জনাব ইহসানুল করিমের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। সোমবার (১১মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ শোক প্রকাশ করেন তিনি।

বিজ্ঞপ্তিতে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, জনাব ইহসানুল করিমের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং দক্ষ কর্মকর্তাকে হারিয়েছে। দেশের সাংবাদিকতায় ইহসানুল করিমের প্রচুর অবদান ছিল। তার অভাব কখনও পুরন হবার নয়। শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অন্যদিকে পৃথক শোকবার্তায় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব জনাব ইহসানুল করিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য,প্রেস সচিব জনাব ইহসানুল করিম ২০১৫ সাল থেকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসাবে দায়িত্ব পালন করছিলেন। তিনি রাষ্ট্রপতির প্রেস সচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।