

মানিক হোসেন-ইবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব জনাব ইহসানুল করিমের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। সোমবার (১১মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ শোক প্রকাশ করেন তিনি।
বিজ্ঞপ্তিতে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, জনাব ইহসানুল করিমের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং দক্ষ কর্মকর্তাকে হারিয়েছে। দেশের সাংবাদিকতায় ইহসানুল করিমের প্রচুর অবদান ছিল। তার অভাব কখনও পুরন হবার নয়। শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অন্যদিকে পৃথক শোকবার্তায় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব জনাব ইহসানুল করিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য,প্রেস সচিব জনাব ইহসানুল করিম ২০১৫ সাল থেকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসাবে দায়িত্ব পালন করছিলেন। তিনি রাষ্ট্রপতির প্রেস সচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।