• আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর ডেমরায় কাপড়ের গোডাউনে আগুন

| নিউজ রুম এডিটর ৫:২৭ পূর্বাহ্ণ | মার্চ ২২, ২০২৪ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

রাজধানীর ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় একটি কাপড়ের গোডাউনে অগ্নকিাণ্ড হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টায় এ আগুনের ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি বলেন, ডেমরায় ভাঙ্গা প্রেস এলাকায় চারতলা ভবনটির তিনতলায় কাপড়ের গোডাউনে আগুন লেগেছে। অন্যান্য ফ্লোরেও আগুন ছড়িয়ে পড়েছে। আগুন লাগার খবর পেয়ে রাত ১১টায় ৪৫মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তালহা বিন জসিম বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনের হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।