• আজ ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 থাইল্যান্ডে ইউনূস-মোদি বৈঠক প্রসঙ্গে যা বললেন জয়শঙ্কর | এক ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না | প্রধান উপদেষ্টার বক্তব্যকে কেন্দ্র করে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ | প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ | নেতানিয়াহুর বিরুদ্ধে গণ-বিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর | অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর | গাজায় দীর্ঘ হচ্ছে লাশের সারি, নিহত ২০০ ছাড়ালো | মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ নিয়ে প্রশ্ন, যা বললেন মুখপাত্র | দেড় ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার, মেট্রোরেলের টিকিট ব্যবস্থা চালু | গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত |

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের বাড়তি চাপ নেই, ভিড় বাড়বে রোববার

| নিউজ রুম এডিটর ৮:১৩ অপরাহ্ণ | এপ্রিল ৬, ২০২৪ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

মুসলিম ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান আসন্ন ঈদুল ফিতরের আর বাকি মাত্র পাঁচ দিন। এবারের ঈদের প্রায় এক কোটি ৪০ লক্ষ মানুষ রাজধানী ছেড়ে যাবেন। ঈদকে সামনে রেখে কয়েকদিন আগে থেকেই নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন তারা।

তবে আসছে আগামী ৭ এপ্রিল (রোববার) থেকেই ঈদের মূল যাত্রা শুরু হচ্ছে। ঈদকে সামনে রেখে রোববার থেকে মঙ্গলবারের টিকিটের চাহিদা বেশি। এক্ষেত্রে আগাম টিকিট কিনে নিয়েছেন বেশিরভাগ যাত্রী।

শনিবার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত গাবতলি বাস টার্মিনাল এলাকায় টিকিটপ্রত্যাশী বেশকিছু যাত্রী দেখা গেলেও চিরচেনা উপচেপড়া ভিড় চোখে পড়েনি।

বেশিরভাগ যাত্রী অগ্রিম টিকিট কিনলেও যারা আগামী রবিবার কিংবা সোমবারে টিকিট খুঁজছেন তারা বেশ বিড়ম্বনার মধ্যে পড়েছেন। আফরোজা হক নামের একজন যাত্রী চার কাউন্টার ঘুরে টিকিট পাননি। দিনাজপুরগামী এই যাত্রী সময়ের কণ্ঠস্বরকে বলেছেন, ‘আমি রোববারের টিকিট খুঁজছি। কোথাও পাচ্ছি না। সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে।

একই বিড়ম্বনায় পড়েছেন কুষ্টিয়ার যাত্রী জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আমি যে কোম্পানির বাসে যাই, সেই বাসের টিকিট নাই। রোববার, সোমবার কোনোটাই নাই। পরে অন্য কোম্পানির টিকিট নিলাম।

গাবতলি বাস টার্মিনালের গোল্ডেন লাইন পরিবহনের একজন কাউন্টার মাস্টার জানান, ৭, ৮ ও ৯ এপ্রিলের টিকেটের চাহিদা বেশি। রোববার (৭ মার্চ) থেকেই ঈদের মূল যাত্রা শুরু হবে। এই কাউন্টার মাস্টার বলেন, ‘এই তিন দিনে আমাদের কোনো টিকিট নাই। সব আগেই বুকিং হয়ে গেছে। শুধু আমাদের কাউন্টারই নয়, বেশিরভাগ পরিবহনেরই অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে কয়েকদিন আগেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি যাত্রী বেশি থাকে, কর্তৃপক্ষ মনে করে বাড়তি বাস দেওয়া দরকার, তখন হয়ত তাৎক্ষণিক বাড়তি বাস দেওয়া হতে পারে।’

এদিকে নামজাদা প্রতিষ্ঠানের টিকিট আগাম বিক্রি হলেও এখনো পড়ে আছে অনেক বাস কোম্পানির টিকিট।

রাজবাড়ী, কুষ্টিয়া-ঢাকা রুটের পরিবহন স্বপ্তবর্ণা’র কাউন্টার মাস্টার মো. সালাউদ্দিন বলেন, ‘আমাদের টিকিট আছে। ৭, ৮, ৯ সব দিনেরই আছে।’

নির্দিষ্ট তারিখের টিকিট সংকট দেখা দিলেও ঈদযাত্রায় বাড়তি বাস সার্ভিসের মাধ্যমে তাৎক্ষণিক টিকিট বিক্রি হতে পারে বলে জানিয়েছেন গাবতলি বাস টার্মিনালের পরিবহন সংশ্লিষ্টরা।

এদিকে এবার ঈদ যাত্রায় সড়কে ভোগান্তির সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ বাস-ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু রায়হান সময়ের কণ্ঠস্বরকে বলেন, এবার ঈদে ভোগান্তি খুব একটা থাকবে না বলেই আশাবাদী আমরা। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই গাবতলী বাস টার্মিনাল থেকে পাটুরিয়া টু দোলতদিয়া রুট হয়ে ছেড়ে যাওয়া পরিবহনগুলোর যাত্রীরা উল্লেখযোগ্য ভোগান্তিতে পড়বেননা। তবে যমুনা সেতুর টাঙ্গাইল প্রান্তে কিছু অংশে সামান্য সড়কের কাজ চলমান থাকায় যৎসামান্য ভোগান্তি পোহাতে পারে উত্তরবঙ্গের যাত্রী সাধারণ।