• আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 তৃতীয় দিনেও অনড় জবি শিক্ষক-শিক্ষার্থীরা, জুমার পর আবারও উত্তাল কাকরাইল | ঢাকায় নিরাপদে অবতরণ করল চাকা খুলে যাওয়া বিমান, রানওয়ে বন্ধ | পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা |

বিমানবন্দর এলাকা হইতে পাঁচ হিজড় গ্রেফতার

| নিউজ রুম এডিটর ১০:৫৩ পূর্বাহ্ণ | এপ্রিল ৭, ২০২৪ আইন ও আদালত

মোঃরফিকুল ইসলাম মিঠু উত্তরা ঢাকা।।
আজ ৬ ই এপ্রিল ঢাকা বিভাগীয় পু‌লিশ ক‌মিশনারের নি‌র্দেশনা মোতাবেক ঢাকা আন্তঃ বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক(অপারেশন) জনাব মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে , বিশেষ অভিযান পরিচালনা করিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্তর এলাকা থে‌কে চাদাবাজ ও গনউপদ্রবকারী তৃতীয় লিঙ্গের নারী হিজড়া বাবলি (২৪) অপু আক্তার (৩০) রিয়া চক্রবর্তী (১৮), কেয়া মনি (২৪), এবং পুরুষ রানু মন্ডল (১৮), দের গ্রেফতার করা হয়। উক্ত তৃতীয় লি‌ঙ্গের চাদাবাজ ও গনউপদ্রবকারীগন দীর্ঘদিন যাবত জনসাধারণ , বি‌দেশগামী ও ফেরত যাত্রী‌দের নিকট অ‌শ্লিল অঙ্গ ভঙ্গি ক‌রিয়া জোর পূর্বক টাকা আদায় ক‌রিয়া থাকে । টাকা না দি‌লে তাহারা যাত্রী‌দের আত্মীয় স্বজ‌নের সম্ম‌ুখে অ‌শ্লিল কথাবর্তাসহ খারাপ আচরণ ক‌রিয়া থা‌কে।

এই তৃতীয় লিঙ্গের ব‌্যক্তি জন সাধারণ ও বি‌দেশগামী ও বি‌দেশ ফেরত যাত্রী‌দের নিকট চাঁদা দাবি করে হয়রানী ও গণপদ্রক করা কা‌লে তাদের গ্রেফতার ক্যাপ কোট করে প্রত্যেক আসামীকে ৩০ দিনের সাজা প্রদান করা হয়।