• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

ইবি ছাত্রলীগের সহায়তায় সন্তুষ্ট অভিভাবকরা

| নিউজ রুম এডিটর ১১:৩৭ অপরাহ্ণ | এপ্রিল ২৭, ২০২৪ শিক্ষাঙ্গন

 

মানিক হোসেন-ইবি: ‘এ’ ইউনিটের পরিক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন সহায়তা করেছে শাখা ছাত্রলীগ।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাম পাশে অভিভাবক কর্নার তৈরি এবং অভিভাবকদের মাঝে সুপেয় পানি বিতরণ করেছে শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা। এছাড়া ভর্তিচ্ছুদের মাঝে কলম বিতরণ করেন শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও তার সহযোগিরা।

এছাড়াও ছাত্রলীগের পক্ষ থেকে চলমান ছিল জয় বাংলা বাইক সার্ভিস। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিভিন্ন একাডেমিক ভবনে শিক্ষার্থীদের পৌছে দিয়েছে সংগঠনটির নেতা-কর্মীরা। শনিবার (২৭ এপ্রিল ) বেলা ১২টায় অনুষ্ঠিত গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এসকল কার্যক্রম পরিচালনা করে শাখা ছাত্রলীগ।

এ সময় একজন অভিভাবক বলেন, ছাত্রলীগের কার্যক্রমে আমি সন্তুষ্ট। এই গরমে ঠান্ডা পানির চেয়ে বড় কোন উপহার হয় না।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বরাবরই সাধারণ শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় ২০২৩-২৪ শিক্ষা বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য জয়বাংলা বাইক সার্ভিস, কলম এবং হেল্পডেক্সের ব্যবস্থা করেছে। অভিভাবকদের জন্য অভিভাবক কর্নার, সুপেয় পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে।