• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

ইবি ছাত্রলীগের সহায়তায় সন্তুষ্ট অভিভাবকরা

| নিউজ রুম এডিটর ১১:৩৭ অপরাহ্ণ | এপ্রিল ২৭, ২০২৪ শিক্ষাঙ্গন

 

মানিক হোসেন-ইবি: ‘এ’ ইউনিটের পরিক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন সহায়তা করেছে শাখা ছাত্রলীগ।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাম পাশে অভিভাবক কর্নার তৈরি এবং অভিভাবকদের মাঝে সুপেয় পানি বিতরণ করেছে শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা। এছাড়া ভর্তিচ্ছুদের মাঝে কলম বিতরণ করেন শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও তার সহযোগিরা।

এছাড়াও ছাত্রলীগের পক্ষ থেকে চলমান ছিল জয় বাংলা বাইক সার্ভিস। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিভিন্ন একাডেমিক ভবনে শিক্ষার্থীদের পৌছে দিয়েছে সংগঠনটির নেতা-কর্মীরা। শনিবার (২৭ এপ্রিল ) বেলা ১২টায় অনুষ্ঠিত গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এসকল কার্যক্রম পরিচালনা করে শাখা ছাত্রলীগ।

এ সময় একজন অভিভাবক বলেন, ছাত্রলীগের কার্যক্রমে আমি সন্তুষ্ট। এই গরমে ঠান্ডা পানির চেয়ে বড় কোন উপহার হয় না।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বরাবরই সাধারণ শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় ২০২৩-২৪ শিক্ষা বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য জয়বাংলা বাইক সার্ভিস, কলম এবং হেল্পডেক্সের ব্যবস্থা করেছে। অভিভাবকদের জন্য অভিভাবক কর্নার, সুপেয় পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে।