

হেফাজত নেতা মামুনুল হক আজ শুক্রবার ( ৩ মে) সকাল দশটার সময় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্তি পেয়েছে।
যদিও এই হেফাজত নেতার গতকালকে মুক্তি পাওয়ার কথা ছিল। তার মুক্তি হবে এমন সংবাদের ভিত্তিতে আলেম-ওলামা মামুনুল হকের সমর্থক এবং ছাত্ররা জেলগেটে ভিড় করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকায় কারা কর্তৃপক্ষ তার মুক্তি স্থগিত করতে বাধ্য হয়।
কারা সূত্রে জানা গিয়েছে, (২ মে) বৃহস্পতিবার মামুনুল হকের জামিন এর কাগজপত্র কারাগারে পৌঁছায়। গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।
উল্লেখ্য হেফাজতের এই নেতাকে ২০২১ সালের ৩ এপ্রিল মোহাম্মদপুরের মাদ্রাসা থেকে গ্রেফতার করে পুলিশ।