• আজ ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 বাস্তবে দেশ সবার না, যার ক্ষমতা আছে দেশ তার’ | চিকিৎসা শেষে হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির | বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমির | সাজিদ’র রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল ইবি। | সমাবেশস্থলে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান | প্রয়োজনে গোপালগঞ্জের ঘটনায় মরদেহ তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা | ভিসাপ্রার্থীদের কঠোর বার্তা দিলো ঢাকার মার্কিন দূতাবাস | জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান দিবসে শেরপুরে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত। | কুবিতে র‍্যাগিংয়ের ঘটনায় দুই বিভাগে ১২ শিক্ষার্থী বহিষ্কার। | গণহত্যা করেও অনুশোচনা নেই হাসিনার, করছে দেশ ধ্বংসের ষড়যন্ত্র’ |

ইবির শেখ রাসেল হলের নতুন প্রভোস্টের দায়িত্ব গ্রহণ

| নিউজ রুম এডিটর ৫:৩৭ অপরাহ্ণ | মে ৪, ২০২৪ জাতীয়, লিড নিউজ

মানিক হোসেন-ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলে নতুন প্রভোস্টের দায়িত্ব গ্রহণ করেছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলম। শনিবার (৪ মে) বেলা সাড়ে ১১টায় হল প্রভোস্টের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আগামী ১ বছরের জন্য তাঁকে নিয়োগ দিয়েছেন। সদ্য বিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা তাকে দায়িত্ব বুঝিয়ে দেন এবং ফুল দিয়ে বরণ করে নেন। এসময় সদ্য বিদায়ী প্রভোস্ট এবং নবীন প্রভোস্টকে ক্রেস্ট প্রদান করা হয়।

দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুলসহ হলের আবাসিক শিক্ষকবৃন্দ।

অধ্যাপক ড. মুর্শিদ আলম বলেন, আমাকে শেখ রাসেল হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ প্রদান করায় কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হলের সার্বিক পরিবেশ যেনো সুষ্ঠু-সুন্দর থাকে সে বিষয়ে নজর রাখবো। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।