• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  |

সুশীল প্রতিনিধিদের যা জানালেন লু

| নিউজ রুম এডিটর ৭:৫৬ অপরাহ্ণ | মে ১৪, ২০২৪ জাতীয়, বাংলাদেশ

মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু’র সঙ্গে বৈঠকে দেশের গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সে বিষয়ে কথা হয়েছে। তবে দেশের গণমাধ্যমের প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত থাকা ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এ বিষয়ে বৈঠক শেষে কোনও মন্তব্য করেননি।

 

মঙ্গলবার (১৪ মে) বিকেলে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় লু’র সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্টার ফর উইমেন ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার, পরিবেশ ও জলবায়ু বিষয়ক অ্যাকটিভিস্ট সোহানুর রহমান ও মানবাধিকার কর্মী নুর খান লিটন।

বৈঠক শেষে জলবায়ু বিষয়ক অ্যাকটিভিস্ট সোহানুর রহমান বলেন, বৈঠকে গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সে বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন লু। তবে ডেইলি স্টার সম্পাদক সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলেননি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে গণমাধ্যম ইস্যুতে তিনি কেন কোনও মন্তব্য করেননি।

বৈঠকে উপস্থিত ডেইলি স্টার সম্পাদক এর আগে, ১/১১ এর সেনা সমর্থিত সরকারের পক্ষ নিয়ে এবং তাদের নির্দেশে খবর ছাপিয়ে রাজনীতিবিদদের গ্রেফতারের পথ সুগম করার দায় নিয়ে ক্ষমা চেয়েছিলেন। গোয়েন্দা সংস্থার সরবরাহ করা ‘ভুয়া খবর’ যাচাই না করেই প্রকাশ করেছিলেন বলেও স্বীকার করেছিলেন তিনি।

এদিকে বৈঠকে বাংলাদেশের নির্বাচন পরবর্তী গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি, অর্থনৈতিক সমৃদ্ধি, শ্রমনীতির অগ্রগতি, জলবায়ু সংকটসহ নানা বিষয়ে কথা হয়েছে বলে জানান সোহান। এছাড়া বৈঠকে ফিলিস্তিনি হত্যার নিন্দা জানিয়েছে প্রতিনিধি দল।

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও তরুণদের উপকূলীয় এলাকা রক্ষায় লু আহবান জানিয়েছেন বলেও জানান সোহান।

অন্যদিকে পোশাক খাতের সঙ্গে সংশ্লিষ্টদের অভিযোগ, মুখে শ্রমিক অধিকারের কথা বললেও মূলত মার্কিন স্বার্থ নিয়ে কাজ করেন কল্পনা আক্তার। তিন দশক আগে ছিলেন পোশাক শ্রমিক। এখন এনজিও কর্তা হয়ে নিজের স্বার্থে ব্যবহার করছেন শ্রমিকদের আবেগকে। এক্ষেত্রে জলাঞ্জলি দিচ্ছেন দেশের স্বার্থ! তার এনজিও প্রতিষ্ঠানেরও অর্থায়ন হয় যুক্তরাষ্ট্র থেকে।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন ডোনাল্ড লু। বিমানবন্দরে লু’কে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।

দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে দুই দফা ডোনাল্ড লু’র সফর অভ্যন্তরীণ রাজনীতির আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। পরিবর্তিত প্রেক্ষাপটে নির্বাচনের চার মাস পর ফের ঢাকায় এলেন লু।